কাটিং টুলস (Cutting Tools)
ডাইস্টক (Dle-Stock) পাইপে বা লোহার বাইরের দিকে প্যাঁচ কাটতে ব্যবহার করা হয়। | |
ক্রিমপিং টুলস (Crimping Tools) তারের মেইডে ক্লিপ লাগানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। | |
এ্যালেন কী রেঞ্জ (Allen Key) এর সাহায্যে এ্যালেন কী ক্ষু খোলা ও লাগানো হয়। এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে। বিশেষ করে স্পিলিট টাইপ এসির সাকশন ও ডিসচার্জ সার্ভিস তাৰ খোলা ও আটকানোর কাজে ব্যবহার করা হয় | |
ইলেকট্রিশিয়ান নাইফ (Electrician Knife) তারের ইন্সুলেশন অপসারণ ও স্কেপিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। | |
স্নিপ (Snip) স্নিপ পাতলা শীট বা টিন কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। | |
কাঁচি (Sessor) কাপজ, লেদার, সুতা, কাপড়, অ্যাম্পিয়ার টিউব ইত্যাদি কাটার জন্য ব্যবহৃত হয়ে থাকে। | |
কাটিং নিপার (Cutting Nipper) সুক্ষ্ম তারের ইন্সুলেশন, তার কাটার জন্য কাটিং নিপার ব্যবহার করা হয়ে থাকে। |
Read more