কাতার

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
6
  • রাষ্ট্রীয় নামঃ State of Qatar consultative Assembly
  • রাজধানীঃ দোহা
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ রিয়াল

জেনে নিই

  • কাতার স্বাধীনতা লাভ করে ৩ সেপ্টেম্বর ১৯৭১ সালে।
  • কাতারের সরকার প্রধানের পদবী- আমির।
  • কাতারে আমিরের শাসন ব্যবস্থা চালু হয় ১৯৯৮ সালে ।
  • কাতারের নারীরা ভোটাধিকার পায় ১৯৯৯ সালে।
  • ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে কাতার।
  • আল জাজিরা টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয় ১ নভেম্বর, ১৯৯৬ সালে।
  • আল জাজিরা হলো কাতারের রাজধানী দোহায় অবস্থিত একটি স্যাটেলাইট টেলিভিশন কেন্দ্র।
Content added By
Promotion