কারেন্ট সেট করতে পারা

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

ধাতু জোড়ের সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারেন্ট বেশি সেট করা হলে যেমন সমস্যা সৃষ্টি হবে, তেমনি কারেন্ট কম সেট করা হলে ধাতু জোড়ে বিঘ্ন সৃষ্টি হবে। তাই কারেন্ট সেট করার ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো বিবেচনায় আনতে হবে।

  • যে ধাতুকে জোড় দেওয়া হচ্ছে তার পুরুত্ব 
  •  জোড়ার স্থান।
  • ইলেকট্রোডের ব্যাস।

তবে এ কাজের জন্য ৯০ হতে ১০০ অ্যাম্পিয়ার কারেন্ট মেশিনে সেট কর। নিম্নের চার্ট হতে সঠিক কারেন্ট সেট করা যেতে পারে।

কাজের পুরুত্ব (মিলিমিটারে)ইলেকট্রোড কোর এর ব্যাস (মিলিমিটারে)কারেন্ট
(অ্যামপিয়ার)
ভোল্টেজ (ভোল্ট)
০.৮ ০.৮ ২০ ১৫ 
১.৬ ১.৬ ৩৩ ১৫ 
৩.০ ৩.০ ৯০ ১৭ 
৬.০ ৪.০ ১১০ ১৮ 
১০.০ ৫.০ ১৩০ ১৯ 
১৫.০ ৫.৫ ১৬০ ২১ 
১৯.০ ৬.০ ১৬৫ ২২ 
২৫.৪ ৬.০ ২৯৫ ২২ 

ইলেকট্রোডের ব্যাস নির্বাচনের জন্য মূল ধাতুর পুরুত্বের সাথে ৩ মিলিমিটার যোগ করে যোগফলকে ২ দিয়ে ভাগ করলে মোটামুটি ইলেকট্রোড-এর ব্যাস পাওয়া যাবে, কিন্তু ওয়ার্কপিসের পুরুত্ব খুব বেশি বা কম হলে এ নিয়ম চলে না।

Content added || updated By

আরও দেখুন...

Promotion