কার এয়ার কন্ডিশনারের ব্যবহৃত রেফ্রিজারেন্ট রিকভারি করা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
11
11

পারদর্শিতার মানদন্ড

  • কার এয়ার কন্ডিশনিং এর টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী ব্যবহৃত রেফ্রিজারেন্ট রিকভারি করা (শুধুমাত্র সিএফসি-CFC এইচসিএফসি - HCFC রেফ্রিজারেন্ট এর ক্ষেত্র প্রযোজ্য)
  • কার এয়ার কন্ডিশনিং এর সাথে রিকভারি ইউনিটের সংযোগ স্থাপন করা
  • রিকভারি ইউনিটের সাথে রিকভারি সিলিন্ডারের সংযোগ স্থাপন করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা (PPE)

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্টস ও মেশিন)

 

(গ) প্রয়োজনীয় মালামাল (Raw Materials)

(খ) কাজের ধারা

১. মালামালের তালিকা অনুযায়ী প্রথমে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করো। 

২. PPE পরিধান করো।

৩. সিলিন্ডার, রিকভারি মেশিন ও মেনিফোল্ডের সব ভাল্ভ বন্ধ করো । 

৪. যথাযথ পার্জিংসহ চিত্রের মত হোস পাইপ সংযোগ করো । 

৫. সিলিন্ডারটি স্কেলের উপর রাখ এবং স্কেলের শুন্য এ্যাডজাস্ট করো । 

৬. রিকভারি মেশিনে বিদ্যুৎ সংযোগ দাও । 

৭. সিলিন্ডার ভাল্ভ ও রিকভারি মেশিনের ইনলেট, আউটলেট ভাল্‌ভ খুলে গেজে শুন্য চাপ প্রদর্শন না করা পর্যন্ত রেফ্রিজারেন্ট রিকভারি করো। 

৮. সুইচ অফ কর এবং সিলিন্ডারসহ সকল ভাল্ভ বন্ধ করো । 

৯. রিকভারি মেশিন পার্জ করো । 

১০. যন্ত্রপাতি পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখ । 

১১. ওয়ার্কশপ পরিষ্কার করো ।

সতর্কতা

  • কাজ করার সময় অব্যশই PPE পরিধান করতে হবে 
  • স্টোরেজ সিলিন্ডার ৮০% এর বেশি পূর্ণ করা যাবে না
  • কাজের সময় অমনোযোগী হওয়া যাবে না
  • যদি বুঝতে সমস্যা হয় তবে শিক্ষকের সহায়তা নিতে হবে
  • শিক্ষকের অনুমতি ছাড়া অন্য কোন কাজ করা যাবে না

আত্মপ্রতিফলন 

কার এয়ার কান্ডিশনার এ গ্যাস চার্জিং করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

Content added By
Promotion