কোয়েলের খাদ্য ও পানি সরবরাহ

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

কোয়েলের খাদ্য ও পানি সরবরাহ

খাদ্য পাত্রঃ 

বাচ্চা অবস্থায় ফ্লাট ট্রে বা ছোট খাবার পাত্র দিতে হবে যেন খাবার খেতে কোনোরকম অসুবিধা না হয়। স্বাভাবিকভাবে প্রতি ২৮টি বাচ্চার জন্য একটি খাবার পাত্র (যার দৈর্ঘ্য ৫০ সে.মি., প্রস্থ ৮ সে.মি. এবং উচ্চতা ৩ সে.মি.) এবং প্রতি ৩৪ টি বয়স্ক কোয়েলের জন্য একটি খাবার পাত্র (যার দৈর্ঘ্য ৫৭ সে.মি., প্রস্থ ১০ সে. মি. এবং উচ্চতা ৪ সে.মি) ব্যবহার করা যায়। দিনে দুইবার বিশেষ করে সকালে এবং বিকেলে খাবার পাত্র ভালো করে পরিষ্কার সাপেক্ষে মাথাপিছু দৈনিক ২০-২৫ গ্রাম খাবার দিতে হবে। উল্লেখ্য যে, প্রথম সপ্তাহ থেকে ৫ গ্রাম দিয়ে শুরু করে প্রতি সপ্তাহে ৫ গ্রাম করে বাড়িয়ে ২০-২৫ গ্রাম পর্যন্ত উঠিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিটি বয়স্ক কোয়েলের জন্য ১.২৫ থেকে ২.৫ সে.মি. (১/২ থেকে ১ ইঞ্চি) খাবার পাত্রের জায়গা দিতে হবে ।

পানির পাত্র: 

সর্বদাই পরিষ্কার-পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে হবে। প্রতিটি কক্ষে কোয়েলের জন্য ০.৬ সে. মি. (১/৪ ইঞ্চি) পানির পাত্রের জারণা দিতে হবে। অটোমেটিক বা স্বাভাবিক যে কোনো রকম পানির পাত্র ব্যবহার করা যেতে পারে। প্রতি ৫০ টি কোয়েলের জন্য একটি পানির পাত্র দেয়া উচিত। নিপল জিংকার বা কাপ ক্রিংকারও ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে প্রতি ৫ টি বয়স্ক কোয়েলের জন্য ১টি পিল বা কাপ ক্রিংকার ব্যবহার করা যেতে পারে।

শ্রেণির তাত্ত্বিক কাজ

৫০ টি কোয়েলের জন্য কত মাপের পানির পাত্রের প্রয়োজন হবে?

৫০ টি কোয়েলের জন্য কতটি নিপল ড্রিংকার প্রয়োজন হবে?

 

 

Content added By

আরও দেখুন...

Promotion