ভেজাল খাদ্য একটি সামাজিক সমস্যা যা দৈনন্দিন জীবনে আমারা সবাই মুখোমুখি হয়েছি। এই সমস্যা গণস্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কতিপয় অসাধু মানুষ বেশি লাভের জন্য খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিতে ভেজাল দিচ্ছে। যার মাধ্যমে মানুষ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত সৃষ্টি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের উপস্থিতি সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারে অনেক ধরনের খাবারে আমরা ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি দেখা যায়, যা শাকসবজি, দুধ, ফলমূল এবং মাছ-মাংসসহ বিভিন্ন খাবারে থাকতে পারে। ভেজাল খাবার মানুষের বিভিন্ন ধরনের রোগের কারণ হতে পারে। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আমাদের এবারের অনুসন্ধান!
সেশন শুরুর আগে |
আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন? | হ্যাঁ না |
খাবারের ধরন | শাকসবজি মাছ-মাংস দুধ প্রক্রিয়াজাত অন্যান্য |
কী ধরনের খাদ্য দূষণ? | রাসায়নিক জীবাণু মাইক্রো প্লাস্টিক টেক্সটাইল রং অপদ্রব্য অন্যান্য |
কোথায় খাদ্যে ভেজাল ঘটে? | বাড়ি রেস্টুরেন্ট বাজার কারখানা অন্যান্য |
ভেজালের কারণ? | টেক্সটাইল রং কীটনাশক অ্যান্টিবায়োটিক দূষিত পানি ফরমালিন অন্যান্য |
স্বাস্থ্যের উপর ভেজালযুক্ত খাবার খাওয়ার প্রভাব | ক্যান্সার চর্মরোগ ফুসফুসের সমস্যা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকি খাদ্যে বিষক্রিয়া অন্যান্য |
ভেজাল খাদ্য গ্রহণ করে আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়েছেন? | হ্যাঁ না |
খাদ্যে ভেজাল নিরসনে করণীয় কী হতে পারে? | খাদ্যের মান নিয়ন্ত্রণ সরকারি বিধিবিধান ও আইন গণসচেতনতা সঠিকভাবে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ অন্যান্য |
কয়েকটি প্রশ্নের উত্তরে 'অন্যান্য' ঘরটি তোমরা নিজেরা লিখে নিতে পারো। একাধিক উত্তরের ক্ষেত্রে একাধিক টিক চিহ্ন দেওয়া যেতে পারে।
প্রথম সেশন |
বাড়ির কাজ
এবার তুমি যে খাবারটা খাও সেটা হয়তো সরাসরি তোমার কাছে আসে না। এর জন্য তোমাকে অনেকের উপর যেমন নির্ভর করতে হয় তেমনি অন্য কোনো জীবের উপরও নির্ভর করতে হয়। চলো এবার যে কোনো একটি খাবার নির্বাচন করে (তুমি যে খাবারের তথ্য সংগ্রহ করেছ), তার উৎস সন্ধান করা যাক: নিচের ডায়াগ্রামটি লক্ষ করো, এখানে মিষ্টি/রসগোল্লা তৈরিতে যা যা লাগে তা কোথা থেকে ও কীভাবে তোমার কাছে এসেছে তা দেখানো হয়েছে।
দ্বিতীয় সেশন |
গৃহস্থালিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম | যে কাজে ব্যবহৃত হয় |
তৃতীয় সেশন |
প্রশ্ন | শিক্ষার্থীদের উত্তর |
সাবানের রাসায়নিক নাম কী? | |
তোমাদের মতামত অনুসারে সাবানের দুটি অংশের নাম কী কী? | |
সাবানের দুটি অংশের উপাদান ও বৈশিষ্ট্য কী কী? | 1 2 |
কাপড় থেকে ময়লা দূর করার সময় সাবানের দুটি অংশ কীভাবে থাকে? চিত্র অঙ্কন করে দেখাও। | |
সাবানের কোন অংশ কাপড় থেকে ময়লা দূর করতে অধিকতর ভূমিকা রাখে? কেন? |
চতুর্থ সেশন |
পক্ষম সেশন |
ফিরে দেখা
আরও দেখুন...