খ্রীষ্টমণ্ডলী পরিচালিত কয়েকটি চিকিৎসাকেন্দ্র

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | | NCTB BOOK
32
32

উপহার ৪৬

খ্রীষ্টমন্ডলী পরিচালিত কয়েকটি চিকিৎসাকেন্দ্র

 

পবিত্র বাইবেলের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের খ্রীষ্টমন্ডলী বেশ কিছু চিকিৎসাসেবা প্রতিষ্ঠান তৈরি করেছে। এইসব প্রতিষ্ঠান গুণগতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকে। প্রতিষ্ঠানগুলো স্বল্প খরচে চিকিৎসাসেবা প্রদান করে এবং সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্যে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করে। এদের মধ্যে রয়েছে মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতাল, ল্যাম্ব হাসপাতাল, ফাতিমা হাসপাতাল, ব্যাপ্টিষ্ট মিড মিশন হাসপাতাল, সেন্ট জন ভিয়ানী হাসপাতাল, সেন্ট মেরীস হাসপাতাল, তুমিলিয়া, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা, করমতলা জেনারেল হাসপাতাল ও খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল-রাজশাহী, বল্লভপুর মিশন হাসপাতাল ইত্যাদি।

 

প্রশ্নের মাধ্যমে জানা

শিক্ষক নিচের প্রশ্নগুলোর মাধ্যমে খ্রীষ্টমণ্ডলী পরিচালিত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদের ধারণার গভীরতা জানতে চেষ্টা করবেন।

১. খ্রীষ্টমন্ডলী পরিচালিত কয়েকটি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লেখো। 

২. খ্রীষ্টমন্ডলী পরিচালিত চিকিৎসাসেবার ধরন বর্ণনা করো।

শিক্ষার মাধ্যমে সেবা

 

শিক্ষার্থীদের বলুন যে, চিকিৎসা ও নার্সিং সেবায় অনেক মানুষের যেমন বিশেষ ভূমিকা রয়েছে তেমন শিক্ষার ক্ষেত্রেও অনেক মানুষ ও প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা রয়েছে। খ্রীষ্টমণ্ডলী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নটরডেম কলেজ-ঢাকা, নটরডেম কলেজ-ময়মনসিংহ, নটরডেম ইউনিভার্সিটি-ঢাকা, হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়-ঢাকা, হলি ক্রস কলেজ-ঢাকা, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-ঢাকা, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়-ঢাকা, সেন্ট মেরীস বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়-ঢাকা, সেন্ট গ্রেগরীস হাই স্কুল এন্ড কলেজ-লক্ষ্মীবাজার, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়- লক্ষ্মীবাজার, এসএফএক্স গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা, কেরি মেমোরিয়াল হাই স্কুল-দিনাজপুর, ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল-ঢাকা, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়-বরিশাল, ব্যাপ্টিষ্ট মিশন বয়েজ হাই স্কুল ও গার্লস স্কুল-বরিশাল, সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ-দিনাজপুর, সেন্ট আলফ্রেডস হাই স্কুল-পাদ্রীশিবপুর, বরিশাল, আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা, অক্সফোর্ড মিশন হাই স্কুল, বরিশাল ইত্যাদি।

 

এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের সাথে সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ ভূমিকা রেখে চলছে যেমন- কম খরচে গুণগত মানের শিক্ষা প্রদান, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা করা, পিছিয়ে পড়া ও মেধাবীদের জন্যে শিক্ষা সহায়তা প্রদান ইত্যাদি।

পবিত্র বাইবেল থেকেও শিক্ষার মাধ্যমে সেবা প্রদান বিষয়ে শিক্ষক আলোচনা করবেন। পবিত্র বাইবেল এর হিতোপদেশ ২২:৬ পদে লেখা আছে, "ছেলে বা মেয়ের প্রয়োজন অনুসারে তাদের শিক্ষা দাও, সে বুড়ো হয়ে গেলেও তা থেকে সরে যাবে না।" পবিত্র বাইবেল লোকদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে নির্দেশনা প্রদান করে। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত জাতিগোষ্ঠী সমাজ বিনির্মাণে খুব সহজেই বিশেষ ভূমিকা রাখতে সমর্থ হয়। সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নাই এবং শিক্ষিত জনগোষ্ঠী বিশেষ প্রয়োজন। সমাজ মানুষের কাছে বাঞ্ছিত ও কাঙ্ক্ষিত আচরণ প্রত্যাশা করে। সুশিক্ষা দিয়ে তা নিশ্চিত করা সম্ভব। তাই বাইবেলে লেখা আছে শিশুদের সুশিক্ষা প্রদান করা হলে সেই শিক্ষা আমৃত্যু তারা ধরে রাখতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেবার মান ধারণ করে ও অভিজ্ঞতাগুলো সঠিকভাবে ব্যবহৃত হলে সকলের সাথে মিলেমিশে বসবাস করা সহজ হয়ে যাবে। বিশেষভাবে মানুষ ও প্রকৃতির কল্যাণে ভূমিকা রাখা সম্ভব হবে।

 

শিক্ষক তোমাদের যা বলবেন

তুমি তোমার নিজ এলাকায় শিক্ষা ও চিকিৎসা সেবার গুরুত্ব উপলব্ধি করে কী কী কাজ করতে পারো তার একটি তালিকা তৈরি করো। কাজগুলো করার মাধ্যমে তুমি অনেক আনন্দ খুঁজে পাবে অন্যদিকে মানুষ ও প্রকৃতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখতে পারবে। তুমি তোমার নিজ এলাকায় নিচের কাজগুলো করতে পারো। এছাড়াও তুমি সহজে করতে পারো এমন কিছু কাজ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারো। 

ক. নিজ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসেবা প্রদান করা। 

খ. বিনামূল্যে শিক্ষা-উপকরণ বিতরণ করা। 

গ. অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা। 

ঘ. নিজ এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

ভেবে উত্তর দিই

১. কীভাবে নিজ এলাকা ও বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় লেখো। 

২. খ্রীষ্টমণ্ডলী পরিচালিত শিক্ষায় যাদের ভূমিকা রয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের নাম লেখো।

এসো ভেবে লিখি

শিক্ষাসেবা ও চিকিৎসাসেবার কার্যক্রম গুরুত্ব উপলব্ধি করে তুমি তোমার নিজ এলাকায় কোন কোন কাজ করতে পারো সে বিষয়ে চিন্তা করো। তুমি সহজে করতে পারো এমন কাজগুলো চিহ্নিত করো। তোমাদের চিন্তার সহায়তার জন্যে শিক্ষক তোমাকে কিছু ধারণা প্রদান করবেন। যেমন- নিজ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সেবা প্রদান, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান ও নিজ এলাকার পরিবেশ-পরিচ্ছন্ন রাখা কার্যক্রম ইত্যাদি।

 

Content added || updated By
Promotion