গ্যাসের মোলার আয়তন

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - রসায়ন - মোলের ধারণা ও রাসায়নিক গণনা | | NCTB BOOK
166
166

1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ঐ গ্যাসের মোলার আয়তন বলে। ০° সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার।
যদি 1 - মোল সংখ্যা,
W- গ্রাম এককে ভর,
v - লিটার এককে আয়তন,
N- অণুর সংখ্যা এবং
M - আণবিক ভর হয় তাহলে আমরা লিখতে পারি:
 

 n=W/M

কিংবা
n= v/22.4

কিংবা
    n=    N/ 6.023×1023

Content added By
Promotion