গ্যাস ওয়েন্ডিং এর মাধ্যমে কপার টিউব ব্রেজিং করা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
11
11

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) ও শোভন পোশাক পরিধান করা 
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা
  • কপার ও ষ্টীল সাকশন, ডিসচার্জ লাইন, স্ট্রেইনার, কন্ডেনসারে গ্যাস ওয়েল্ডিং (সংযোগ) করা 
  • কপার ও কপার স্ট্রেইনার এবং ক্যাপিলারি টিউব, ইভাপোরেটর ব্রেজিং (সংযোগ) করা 
  • সোয়াজিং করা অংশগুলো ব্রেজিং (সংযোগ) করা
  • জবের লিক ও চোক টেস্ট করা
  • কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা 
  • অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা 
  • ওয়েস্টেজ এবং ক্যাপ নির্ধারিত স্থানে ফেলা
  • কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

 

(গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

 

(গ) মালামাল (Raw Materials)

(ঘ) কাজের ধারা

১. অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাসিটিলিন সিলিন্ডারের ভাগ খোল।

ক. ওয়েল্ডিং টর্চ ধর। 

খ. অক্সিজেন সিলিন্ডার ও রেগুলেটর ভাতত্ত্বর ঘুরিয়ে খুলে প্রেসার অ্যাডজাস্ট করো। 

গ. অ্যাসিটিলিন সিলিন্ডার ও রেগুলেটর তালুতায় ঘুরিয়ে খুলে প্রেসার অ্যাডজাস্ট করো ।

২. স্পার্ক লাইটারের সাহায্যে আগুন জ্বালাও । 

ক. ওয়েল্ডিং টর্চের অ্যাসিটিলিন অতটি সামান্য পরিমান খোল। 

খ. স্পার্ক লাইটার দিয়ে ওয়েন্ডিং টর্চে আগুন জ্বালাও ।

৩. নির্দেশনা অনুযায়ী (কপার ও কপার টিউব) সবের উপর ব্রেজিং করো। 

ক. যে স্থানে জোড়া দিতে হবে সেই স্থানের উপর জ্বলন্ত ওয়েন্ডিং টর্চ ধর। এতে ঐ স্থানটি উত্তপ্ত হয়ে লাল হবে। 

খ. উত্তপ্ত স্থানে জ্বলন্ত ওয়েল্ডিং টর্চের শিখার ব্রেজিং রঙ ধর। এতে ব্রেজিং রডটি পলে গিয়ে উত্তপ্ত স্থানের উপর পরবে এবং ভাগে সমান ভাবে জবের উপর ছড়িয়ে যাবে।

৪. টিউবের এক প্রান্তে চার্জিং লাইন সংযোগ কর এবং অপর প্রান্ত ওয়েল্ডিং এর মাধ্যমে বন্ধ করো। এবার নাইট্রোজেন প্রেশার দিয়ে লিকটেস্ট করো। 

৫. একই নিয়মে বাস্তব রেফ্রিজারেটরে (কপার ও ষ্টীল) সাকশন, ডিসচার্জ লাইন, স্ট্রেইনার, কন্ডেনসারে, (কপার ও স্ট্রেইনার) এবং ক্যাপিলারি টিউব, ইভাপোরেটরে ব্রেজিং (সংযোগ) করো ৷

কাজের সতর্কতা

  • অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে
  • কাজ করতে কোন প্রকার সমস্যার সৃষ্টি হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে
  • অগ্নি নির্বাপক ব্যবস্থা কাছাকাছি রাখতে হবে

আত্মপ্রতিফলন 

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ইউনিট মেরামত ও রক্ষণাবেক্ষনের প্রয়োজনে গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে কপার টিউব ব্রেজিং করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

Content added By
Promotion