গ্যাস ওয়েল্ডিং এর যন্ত্রপাতি ও সরঞ্জামাদি

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
15
15

ধাতব খণ্ড জোড়া বা সংযোগ বা মেরামত করতে ওয়েল্ডিং (Welding) করা হয়। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজে গ্যাস ওয়েল্ডিং বেশি ব্যবহার করা হয়। গ্যাস ওয়েন্ডিং এর যন্ত্রপাতি ও সরঞ্জাম চিনে নিজে পরবর্তী কাজটি করি-

অনুসন্ধানমূলক কাজ

তোমার এলাকা অথবা বিদ্যালয়ের ইন্সটিটিউটের টিএসসির আশে পাশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং | এর ওয়ার্কশপ থেকে নিচে উল্লেখিত কম্পোনেন্টের লোকাল/আঞ্চলিক নাম ও সঠিক নাম জেনে সঠিক নামটি নিচের তালিকায় লেখ।

 

 

Content added By
Promotion