যে সমস্ত হ্যান্ড টুলস্ ব্যবহার করে গ্রুন্ড ও স্লট কাটিং করা হয়, তাদের যত্ন নেওয়া অত্যাবশ্যক।
মার্কিং টুলসমূহে যদি গ্রিজ, মবিল, চিপস, ধুলাবালি ইত্যাদি পড়ে থাকে তবে মার্কিং পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়। তাই মার্কিং টুলগুলো ময়লা মুক্ত করে যথাস্থানে রাখতে হবে, যাতে ধুলাবালি না লাগে।
কাটিং টুল সমূহ যেমন ফাইল সমূহে কোনো চিপস্ ও ধুলাবালি লেগে থাকলে পরিষ্কার করে যথা স্থানে রাখতে হবে, বিশেষ করে ফাইল রাখার র্যাকে ফাইলগুলো রাখতে হবে। ফাইলসমূহে গ্রিজ, মবিল জাতীয় পদার্থ লাগানো যাবে না।
চিজেলসমূহের মুখ এবড়ো থেবড়ো হয়ে মাশরুমের হয়ে থাকলে পয়েন্ট গ্রাইন্ডিং করে ঠিক করে যথাস্থানে রাখতে হবে।
যে সমস্ত হ্যান্ড টুলস্ বা মেজারিং টুলস্ এ মবিল বা গ্রিজ দেওয়ার নিয়ম রয়েছে, সেগুলোতে মবিল বা গ্রিজ দিয়ে যথাস্থানে রাখতে হবে।