চলচ্চিত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
1
  • সর্বপ্রথম নির্মাণ করে লুমিয়ার ব্রাদার্স ১৮৯৫ সালে যুক্তরাষ্ট্রে।
  • উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন।
  • প্রথম মুসলিম বাঙ্গালী চলচ্চিত্র নির্মাতা কাজী নজরুল ইসলাম।
  • বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান।
  • উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী (১৯৩১), পরিচালক- অরেন্দ্রনাথ চৌধুরী।
  • বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্ৰ মুখ ও মুখোস (১৯৫৬), পরিচালক আব্দুল জব্বার খান।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম প্রামাণ্য চলচ্চিত্র Stop Genocide (জহির রায়হান) ।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান (মোহাম্মদ জহিরুল্লাহ)।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ওরা ১১ জন (পরিচালক- চাষী নজরুল ইসলাম)।
  • বাংলাদেশে প্রথম চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১৯৮১ সালে।

উপমহাদেশের চলচ্চিত্র

  • উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত জামাই ষষ্ঠী (১৯৩১) ।
  • উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলীবাবা ও চল্লিশ চোরের পরিচালক হারালাল সেন।
  • উপমহাদেশের প্রথম মুসলমান চলচ্চিত্রকার- কাজী নজরুল ইসলাম।
  • কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটির নাম- ধূপছায়া (১৯৩১)
  • কাজী নজরুল ইসলাম স্বয়ং যে চলচ্চিত্রে অভিনয় করেন- ধ্রুব সিনামাতে।
  • সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন- লুমিয়ার ব্রাদার্স (ফ্রান্স, ১৮৯৫ সালে)।

বাংলাদেশের চলচ্চিত্র

  • ১৯৫৬ সালে মুক্তি পাওয়া প্রথম সবাক চলচ্চিত্র- মুখ ও মুখোশ।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান।
  • জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক- জহির রায়হান।
  • সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয় যে চলচ্চিত্রে- জীবন থেকে নেয়া।
  • কাঁচের দেয়াল, Stop Genocide- প্রামান্য চলচ্চিত্র দুটির পরিচালক- জহির রায়হান।
  • সূর্য দীঘল বাড়ি সিনেমার পরিচালক শেখ নিয়ামত আলী।
  • বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটকের নাম- বাকী ইতিহাস।
  • মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক- আব্দুল জব্বার খান।
  • বাংলাদেশের চলচ্চিত্রের জনক- আবদুল জব্বার খান।
  • আবার তোরা মানুষ হ বিখ্যাত এ চলচ্চিত্রটির নির্মাতা খান আতাউর রহমান।
  • ‘পদ্মা নদীর মাঝি' ছবির পরিচালক- গৌতম ঘোষ ।
  • 'পথের পাঁচালী' প্রথম প্রদর্শিত হয় ১৯৫৫ সালে।
  • বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী- পূর্ণিমা সেনগুপ্তা।
  • বাংলা সিনেমার প্রথম মুসলমান অভিনেত্রী- বনানী চৌধুরী।

BFDC

  • BFDC-Bangladesh Film Development Corporation.
  • প্রতিষ্ঠিত- ১৯৫৮ সালে।
  • BFDC প্রথম চলচ্চিত্র- জাগো হুয়া সাভেরা।
  • জাগো হুয়া সাভেরা চলচ্চিত্রের পরিচালক- আখতার জং কাদের।

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

  • মুক্তিযুদ্ধের উপর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত - ওরা ১১ জন ।
  • মুক্তির গান ও মুক্তির কথা চলচ্চিত্র দুটির নির্মাতা- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
  • আগুনের পরশমণি ছবির পরিচালক- হুমায়ূন আহমেদ।
  • মুক্তির গান চলচ্চিত্রের চিত্রকর- লেয়ার লেভিন।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র

  • আন্তর্জাতিকভাবে পুরস্কৃত বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আগামী।
  • অস্কার পুরস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা ছবি- মাটির ময়না ।
  • কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়- মাটির ময়না (তারেক মাসুদ)।

বিখ্যাত পরিচালক ও চলচ্চিত্র

  • তিতাস একটি নদীর নাম সিনেমার পরিচালক- ঋত্বিক ঘটক।
  • হুলিয়া, স্মৃতি একাত্তর, নদীর নাম মধুমতি, লালসালু চলচিত্রের পরিচালক- তানভীর মোকাম্মেল ।
  • পথের পাঁচালী, অপুর সংসার, অশনি সংকেত, হীরক রাজার দেশের পরিচালক- সত্যজিৎ রায।

জেনে নিই

  • বাংলাদেশের বিখ্যাত লালন গীতি গবেষক ড. আশরাফ সিদ্দিকী।
  • বাংলাদেশের উত্তরাঞ্চলের বিয়ের গান 'হারামনি' সংগ্রহ করেন- অধ্যাপক মনসুর উদ্দীন আহমদ।
  • লোকগানের বিখ্যাত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের আত্মজীবনী- আমার শিল্পী জীবনের কথা।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা- ফেরদৌসী রহমান।
  • বাংলাদেশের 'সুর সম্রাট' বলা হয়- ওস্তাদ আলাউদ্দীন খাঁকে।
  • বাংলাদেশের 'বাউল সম্রাট'- লালন ফকির
  • বাংলা টপ্পা গানের জনক- নিধু বাবু (প্রকৃত রাম নিধিগুপ্ত) ।
  • মরমী কবি নামে পরিচিত- হাসন রাজা।
  • গম্ভীরা গানের উৎপত্তি - পশ্চিমবঙ্গের মালদহ।
  • ভাওয়াইয়া গানের উৎপত্তি - রংপুর ও ভারতের কুচবিহার।
  • গম্ভীরা গান বাংলাদেশের যে অঞ্চলে আসে - চাঁপাইনবাবগঞ্জে।
  • ইউনেস্কো বাউল সঙ্গীত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষিত হয়- ২০০৫ সালে।
  • বাংলাদেশের যে স্থানে বন বিবির গান গেয়ে কাজ করা হয়- সুন্দরবনে।
  • পাঁচালি' গানের বিখ্যাত কবি- দাশরথি রায়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

স্টপ জেনোসাইড
অমরপ্রেম
ওরা এগারোজন
এতটুকু আশা
জীবন থেকে নেয়া
তিতাস একটি নদীর নাম
পদ্মা নদীর মাঝি
চিত্রা নদীর পাড়ে
খান আতাউর রহমান
আলমগীর কবির
ফকরুল হাসান বৈরাগী
চাষী নজরুল ইসলাম
Promotion