কোয়েলের বাচ্চা ছোট অবস্থায় পালক কম থাকায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তাই একে কৃত্রিম ভাবে ব্রুডারের সাহায্যে তাপ প্রদান করা হয়, একে ব্রুডিং বলে। এই সময় তাপ প্রদানের পাশাপাশি খাদ্য, পানি, পিটার ও সামান্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।
পারদর্শিতা নির্ধারক / মানদণ্ড
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামালঃ ব্যক্তি সুরক্ষা সরঞ্জাম (PPE)
খ) প্রয়োজনীয় কাঁচামাল
গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি:
কাজের ধারাঃ
ব্রুডিং পিরিয়ডে বিভিন্ন বয়সে প্রয়োজনীয় তাপমাত্রা নিম্নরূপ:
সতর্কতাঃ
১) কোয়েলের বাচ্চা খুবই ছোট ও নরম তাই সাবধানে নাড়াচাড়া করা প্রয়োজন ।
২) ব্যাটারী পাচার দরজা সাবধানে খুলতে হবে যাতে বাচ্চা পালাতে না পারে ।
৩) ব্যাটারী পাচার তাপমাত্রা, পানি সরবরাহ, সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে হবে ।
Read more