পারদর্শিতার মানদণ্ডঃ
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)
(খ) প্রয়োজনীয় মালামাল ( Raw Materials)
(গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
(ঘ) কাজের ধারাঃ
১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করো।
২. তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথানিয়মে পরিধান করো।
৩. টিকা প্রদানের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে নাও ।
৪. বিশ্বস্ত উৎস হতে টিকাবীজ সংগ্রহ করি।
৫. সূচি মোতাবেক সুস্থ বাচ্চার শেষে যাও।
৬. টিকা প্রদানের সময় হলে দিনের ঠান্ডা অংশে (সকাল বা সন্ধ্যা) হারাযুক্ত স্থানে টিকাবীজ প্রস্তুতকারীর নির্দেশ মোতাবেক ডায়লুয়েন্ট বা পাতিত পানির সাথে মিশ্রিত করো।
৭. এরপর বাচ্চা/মুরগিকে সঠিক ভাবে ধরে আরতে আন ও নিম্নলিখিত ভাবে টিকা প্রদান করো।
৭. বিসিআরডিভি টিকা প্রদান
৭.২ আরডিভি টিকা প্রদান
৭.৩ গামবোরো রোগের টিকা প্রদান:
৭.৪ ফাউল পক্স রোগের টিকা প্রদান:
৭.৫ ফাউল কলেরা রোগের টিকা প্রদান
৮. টিকাদানকৃত বাচ্চাকে পৃথক রাখ।
৯. পরমকালে ১ঘন্টা ও শীতকালে ২ঘন্টার মধ্যে টিকাদান শেষ করো।
১০. অবশিষ্ট টিকা ও তায়াল মাটিতে পুতে ফেল।
১১. পুনর্ব্যবহারযোগ্য বস্ত্রপাতি জীবাণুযুক্ত করে সংরক্ষণ করো।
সতর্কতাঃ
ব্যবহারিক শেষে কাজ
Read more