জব ০৭ঃ ডাক প্লেগ রোগের টিকাদান পদ্ধতি

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
23
23

জব ০৭: ডাক প্লেগ রোগের টিকাদান পদ্ধতি

পারদর্শিতার মানদণ্ড: 

১) ডাক প্লেগ রোগের টিকা সনাক্ত করা 

২) সঠিক পদ্ধতিতে টিকাবীজ পাতিত পানির সঙ্গে মিশ্রিত করা 

৩) ডাক প্লেগ রোগের টিকা প্রদান করা 

৪) টিকা প্রদান করে খামার রোগমুক্ত করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি

 

(গ) প্রয়োজনীয় কাঁচামাল (Raw materials)

 

কাজের ধারাঃ 

১. টিকা প্রদানের যন্ত্রপাতি জীবাণুযুক্ত করে নাও । 

২. বিশ্ব উৎস হতে টিকাবীজ সংগ্রহ কর এক্ষেত্রে ওয়ার্কশপের রেফ্রিজারেটরে রক্ষিত টিকাবীজ সংগ্রহ কর। 

৩. সূচী মোতাবেক সুস্থ হাঁসের শেডে যাও। 

৪. টিকা প্রদানের সময় হলে দিনের ঠান্ডা অংশে (সকাল বা সন্ধ্যা) হায়াযুক্ত স্থানে টিকাবীজ প্রস্তুতকারীর নির্দেশ মোতাবেক ডায়লুরেন্ট বা পাতিত পানির (এক্ষেত্রে তায়ালের টিকা বীজ ১০০ সিসি পানির সাথে মিশাও) সাথে মিশ্রিত কর।

ক)ভায়ালটি (ধূসর বর্ণের ট্যাবলেট আকারে ১০০ মাত্রার টিকা বীজ) সংগ্রহ কর। 

খ) ভাষালে রক্ষিত টিকাবীদ্ধ ১০০ সিসি পাতিত পানিতে মিশ্রিত কর। 

গ) ১ সিসি করে বুকের মাংসে পুশ কর। 

খ) ১মাস বয়সে প্রথমবার এবং প্রতি ৬ মাস অন্তর পরবর্তী ডোজ প্রদান কর।

৫. এরপর হাঁসকে সঠিকভাবে ধরে আয়ত্তে আন, নিম্নলিখিত ভাবে টিকা প্রদান কর।

৬. টিকাদানকৃত হাঁসকে পৃথক করে রাখ । 

৭. গরমকালে ১ঘন্টা ও শীতকালে ২ঘন্টার মধ্যে টিকাদান কার্যক্রম শেষ কর। 

৮. অবশিষ্ট টিকা ও ভায়াল মাটিতে পুতে ফেল । 

৯. পুনঃ ব্যবহারযোগ্য যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে সংরক্ষণ কর ।

বিঃ দ্রঃ বাজারে বিভিন্ন কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত টিকাবীজ তাদের সরবরাহকৃত ডায়লুয়েন্টের সাথে মিশিয়ে কোম্পানির নির্দেশ মোতাবেক প্রয়োগ করতে হয়।

 

সতর্কতাঃ

১) অসুস্থ হাঁসকে টিকা দেয়া যাবে না । 

২) টিকা প্রদান ও মিশ্রণের সময় অবশ্যই নির্ধারিত মাত্রা মেনে চলতে হবে। 

৩) অবশিষ্ট টিকা ও ভায়াল মাটিতে পুঁতে ফেলতে হবে।

 

 

Content added By
Promotion