জব ১ঃ হাঁসের ঘরে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ স্থাপন

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

জব ১ : হালের পরে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ স্থাপন

পারদর্শিতার মানদণ্ড:

  • হাঁস পালনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি চিহ্নি করা
  • হাঁস পালনের জন্য বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা
  • হাঁস পালনের জন্য বিভিন্ন যন্ত্রপাতির স্থাপন কৌশল সম্পর্কে দক্ষতা অর্জন করা

ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি :

(গ) প্রয়োজনীয় কাঁচামাল (Raw materials)

সাফল্যজনকভাবে হাঁস পালন করতে হাঁসের ঘরের বিভিন্ন প্রকার যন্ত্রপাতি স্থাপন করতে হয়। এ ক্ষেত্রে খাদ্যপাত্র, পানি পাত্র, থার্মোমিটার, ব্রুডার, ফ্যান, বাল্ব ইত্যাদি হাঁসের সংখ্যা অনুসারে সঠিক সংখ্যায় উপযুক্ত স্থানে স্থাপন করা হয়, যাতে ঘরের পরিবেশ স্বাস্থ্যসম্মত থাকে ।

কাজের ধারাঃ 

১) সহজে আলো বাতাস চলাচল করতে পারে এমন একটি ঘর নির্বাচন কর । 

২) ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত করে নাও ৷ 

৩) মেঝেতে লিটার স্থাপন কর । 

৪) বাচ্চার সংখ্যা অনুসারে মেঝেতে ব্রুডার স্থাপন কর । 

৫) ব্রুডারের চারদিকে ঘিরে চিকগার্ড স্থাপন কর ৷ 

৬) ব্রুডার গার্ডের কেন্দ্রস্থলে ঘরের সিলিংয়ের সাথে হোভার ঝোলাতে হবে। ব্রুডার গার্ড ও হোভারের দূরত্ব হবে ২-৩ ফুট । 

৭) হোভারের সাথে ব্রুডার হিটার (বাল্ব, গ্যাস, বার্নার ইত্যাদি) সংযুক্ত কর। ৩০০ বাচ্চার জন্য ১০০ ওয়াটের তিনটি বাল্ব স্থাপন কর । 

৮) হোভারের নিচে লিটারের উপর খবরের কাগজ বিছাও ৷ 

৯) খবরের কাগজের উপর প্রয়োজন অনুযায়ী খাদ্য পাত্র ও পানি পাত্র স্থাপন কর ৷

১০) খাদ্য পাত্র হাঁসের পিঠ সমান উচ্চতায় স্থাপন কর । 

১১) পানি পাত্র এমনভাবে স্থাপন কর যেন হাঁস এর নিচ দিয়ে সহজে যাতায়াত করতে পারে। অর্থাৎ গলা সমান উচ্চতায় ঝুলিয়ে দাও ৷

১২) হাঁসের বুক সমান উচ্চতায় থার্মোমিটার ঝুলিয়ে দাও । 

১৩) খোলামেলা ঘরের সমস্ত ফাঁকা স্থান পর্দা দ্বারা ঢেকে দাও ।

 

সাবধানতাঃ 

১) "Safety First" কথাটি সবসময় মাথায় রাখতে হবে। 

২) চিকগার্ড গোলাকার করে স্থাপন করতে হবে। 

৩) সাবধানে যন্ত্রপাতি ব্যবহার কর যেন নষ্ট না হয়। 

৪) হাঁসের সংখ্যা ও বয়স অনুসারে খাদ্য পাত্র ও পানি পাত্র স্থাপন করতে হবে।

 

 

 

Content added By

আরও দেখুন...

Promotion