পারদর্শিতার মানদন্ড
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
গ) মালামাল (Raw Materials)
ঘ) কাজের ধারা
১. অক্সি -অ্যাসিটিলিন ডি-ব্রেজিং এর মাধ্যমে এ্যাপ্লায়েন্সেসের কন্ডেন্সার বিচ্ছিন্ন করা।
ক. টিউব কাটারের সাহায্যে ড্রায়ার ফিল্টারটি কেটে আলাদা করো;
খ. অক্সি -অ্যাসিটিলিন ডি-ব্রেজিং এর মাধ্যমে এ্যাপ্লায়েন্সেসের কন্ডেন্সার, ইভাপোরেটর বিচ্ছিন্ন করো ।
২. ওয়াটার কুলার ইউনিট ফ্লাসিং করো ।
ক. কন্ডেনসার,ইভাপোরেটরের এক প্রান্তে নন রির্টান ভাল্ব লাগাও এবং ড্রাই নাইট্রোজেন দিয়ে প্রেসার দেও;
খ. অপর প্রান্ত আঙ্গুল দিয়ে চেপে ধর। যখন প্রেসার তৈরি হবে তখন ছেড়ে দেও। এভাবে বারবার করতে থাক ।
৩. ওয়াটার কুলার ইউনিট লিক নির্ণয় করো ।
ক. ইউনিটের সাথে হাই প্রেসার গেজ ও ড্রাই নাইট্রোজেন সিলিন্ডারের হোজ পাইপ সংযোগ করো;
খ. চিত্র অনুয়ায়ি ইউনিটে ৭০-৭৫ পি.এস.আই, ড্রাই নাইট্রোজেন প্রেসার দাও;
গ. প্রেসার দিয়ে অপেক্ষা কর এবং লক্ষ কর গেজ মিটারের কাটা নেমে যাচ্ছে কিনা।গেজ মিটারের কাটা নেমে গেলে বুঝতে হবে ইউনিটে লিক আছে;
ঘ. টিউবের বিভিন্ন জয়েন্টে ও সন্দেহজনক স্থানে সাবান ফ্যানা ধরো;
ঙ. লক্ষ কর কোথা থেকে সাবান ফ্যানার বাবল তৈরি হচ্ছে । যেখান থেকে বাবল তৈরি হচ্ছে সেখানেই লিক আছে ৷
৪. ওয়াটার কুলারের লিক মেরামত করো।
ক. ওয়াটার কুলারের চার্জিং লাইন খুলে ড্রাই নাইট্রোজেন বের করে দাও;
খ. মডিউল ৫ এর ১ অথবা ২ নং জব অনুসরণ করে ওয়েল্ডিং অথবা লকরিং জয়েন্টের মাধ্যমে লিক মেরামত করো;
৫. ওয়াটার কুলার ইউনিটের কম্পোনেন্টগুলি জোড়া দাও এবং চোক টেষ্ট করো ।
ক. কম্প্রেসরের ডিসচার্জ লাইনে কন্ডেনসারের ইনলেট প্রাপ্ত অক্সি-অ্যাসিটিলিন ব্রেজিং করে জোড়া দাও;
খ. কম্প্রেসরের সাকশন লাইনে ইভাপোরেটরের আউটলেট প্রাপ্ত অক্সি-অ্যাসিটিলিন ব্রেজিং করে জোড়া দাও;
গ. ক্যাপিলারি টিউবের প্রান্ত ড্রায়ার ফিল্টারের সাথে ব্রেজিং করে জোড়া দাও;
ঘ. ইউনিটটি চালু কর এবং চোক টেষ্ট (ড্রায়ার ফিল্টারের অপর প্রান্ত থেকে বাতাশ ভেতরের দিকে টেনে নেবে) করো;
ঙ. কন্ডেনসারের আউটলেট ফিল্টার ড্রায়ারের এক প্রান্ত অক্সি-অ্যাসিটিলিন ব্রেজিং করে জোড়া দাও;
৬. সিষ্টেমটি ভ্যাকুয়াম করো ।
ক. চিত্র অনুযায়ি ইউনিটের সাথে হোজপাইপ, গেজ মেনিফোল্ড, ভ্যাকুয়াম পাম্প, সঠিক রেফ্রিজারেন্ট সিলিন্ডার স্থাপন করো;
খ. ভ্যাকুয়াম পাম্পে বিদ্যুৎ সাপ্লাই দেও ও পাম্পটি চালু করো;
গ. গেজ মেনিফোল্ডের সকল ভাল্ভ খুলে দেও;
ঘ. কম্পাউন্ড গেজের কাটা - ২৯.৯ ইঞ্চি অব মার্কারিতে নামা পর্যন্ত ভ্যাকুয়াম পাম্পটি চালু রাখ;
ঙ. কম্পাউন্ড গেজের কাটা - ২৯.৯ ইঞ্চি অব মার্কারিতে নেমে গেলে হাই প্রেসার গেজ মিটারের ভাল্বটি বন্ধ করো;
চ. ভ্যাকুয়াম পাম্পটি বন্ধ কর এবং আনপ্লাগ করো ।
৭. গ্যাস চার্জ করো ।
ক. গ্যাস সিলিন্ডারের ভাল্বটি খুলে ফেল;
খ. কম্পাউন্ড গেজে মিটারের ভাল্বটি খুলে ফেল;
গ. রেফ্রিজারেন্ট চার্জ করে সঠিক (রেফ্রিজারেন্ট অনুযায়ী) চার্জিং প্রেসার তৈরি কর এবং কম্পাউন্ড গেজ মিটারের ভাল্বটি বন্ধ করো;
ঘ. সাপ্লাই লাইনে ক্লিপ অন মিটার সংযোগ করো;
ঙ. বিদ্যুৎ লাইন সংযোগ করে ইউনিটি চালু করো;
চ. রেফ্রিজারেন্ট অনুযায়ী, রানিং প্রেসার ও অ্যাম্পিয়ার সঠিক (ইনফরমেশন শিটে উল্লিখিত) আছে কিনা লক্ষ করো:
ছ. রেগ্রিজারেন্ট অনুযায়ী, রানিং প্রেসার ও অ্যাম্পিয়ার কম হলে পুণরায় রেফ্রিজারেন্ট চার্জ করে সঠিক রানিং প্রেসার ও অ্যাম্পিয়ার তৈরি করো।
৮. পরিপূর্ণ গ্যাস চার্জ হয়েছে কিনা পর্যবেক্ষণ করো।
ক. ইনফরমেশন শিট অনুযায়ী সঠিক গ্যাস চার্জিং এর লক্ষণ গুলি মেলাও ও সঠিক তথ্য ডাটা শিটে লেখ;
খ. লক্ষণ গুলি মিলে গেলে গ্যাস সিলিন্ডারের ভাল্বটি বন্ধ কর এবং হোজ পাইপ, গেজ মেনিফোল্ড খুলে ফেল,
গ. চার্জিং লাইনটি পিক্ষিং টুলস এর সাহায্যে সিদ্ধ করো;
ঘ. গেজের ভাল্ব অল্প খুলে দেখ রেফ্রিজারেন্ট বের হয় কিনা। বের হলে আবার ও সিল্ড কর। বের হওয়া বন্ধ হলে গ্যাস ওয়েল্ডিং বা সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই কর এবং নন রিটার্নের মাথায় একটি ডেড ক্যাপ দিয়ে বন্ধ করো।
কাজের সতর্কতা
আত্মপ্রতিফলন
ওয়াটার কুলার ইউনিট ফ্লাসিং, লিক টেস্ট, চোক টেষ্ট, ভ্যাকুয়াম করে রেফ্রিজারেন্ট চার্জ করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে ।
আরও দেখুন...