জাতিপুঞ্জ গঠন

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
2
  •  ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯ [কার্যকর ১০ জানুয়ারি ১৯২০]
  • জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ১৯২০ সালের ১০ জানুয়ারি ।
  •  জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
  • প্রধান উদ্দেশ্য- আন্তর্জাতিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা। 
  •  বিভাগ ছিল ৩টি (অ্যাসেম্বলি, কাউন্সিল ও সচিবালয়)।
  • প্রথম কাউন্সিলের অধিবেশন বসে ১৬ জানুয়ারি ১৯২০ ।
  •  প্রতিষ্ঠাকালীন মোট সদস্য ৪২টি দেশ।
  •  স্থায়ী সদস্য ছিল ৪ টি- ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জাপান ।
Content added By
Promotion