অটোক্যাডে লিখিত শব্দমালাই হচ্ছে Text । ড্রইং-এ টেক্সট সংযুক্ত করে উক্ত ড্রইংকে পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়। যেমন- টেক্সট কমান্ডের সাহায্যে একটি মেকানিক্যাল ডিটেইল ড্রয়িং এর নোট উপস্থাপন করা হয়। ড্রইংটি ইঞ্জিনিয়ার/ক্যাড অপারেটর, অঙ্কন তারিখ, ড্রইং টাইটেল, কোম্পানীর নাম, ড্রইং শীট নং, অনুমোদনের তারিখ ইত্যাদি তথ্যসমূহ টেক্সট এর মাধ্যমে ড্রইং এ সংযুক্ত করেন। টেক্সট তৈরিতে প্রধানত দু'টি পদ্ধতি অনুসরণ করা হয়।
নতুন Text Style করতে নিচের ধাপগুলো অনুসরণ করবো।
মাল্টিলাইন টেক্সট
এক বা একাধিক টেক্সট প্যারাগ্রাফ এর সমন্বয়ে গঠিত হয় মাল্টিলাইন টেক্সট অবজেক্ট। মাল্টিলাইন টেক্সট অবজেক্টেকে একটি একক অৰজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। এক বা একাধিক টেক্সট প্যারাগ্রাফ একটি মাল্টিলাইন টেক্সট এডিটরে তৈরি করা যায়।
মাল্টিলাইন টেক্সট-এ প্রথমেই টেক্সটের জন্য সীমা ঠিক করে দিতে হয়। টেক্সট বাউন্ডিং বক্স এর দু'কর্ণার বিন্দু নির্দিষ্ট করতে হয় যা টেক্সট প্যারাগ্রাফের গ্রন্থ প্রকাশ করে। মাল্টিলাইন টেক্সট কমান্ড একাধিক উপায়ে কার্যকরী করা যায়।
আরও দেখুন...