টেমপ্লেট অপশন সম্পর্কে বর্ণনা

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
8
8

টেমপ্লেট ফাইল দিয়ে ড্রয়িং শুরু করা যায়। টেমপ্লেট ফাইল ড্রয়িং করার প্রয়োজনীয় সকল বিষয় ঠিক করা আছে।যার মধ্যে আছে লেয়ার, ডাইমেনশন স্টাইল এবং ভিউ সংক্রান্ত বিষয়ও। টেমপ্লেট ফাইলের নামের শেষে বঁwtএক্সটেনশন থাকে কিন্তু সাধারন ড্রয়িং ফাইন্সের এক্সটেনশন হচ্ছে dwg।

টেমপ্লেট সিলেক্ট করা(Templat Sellection)

অটোক্যাডের File>Newক্লিক করলে Create a New ডায়ালগ বক্স আসবে। Open অপশনে ক্লিক করলে নতুন পেইজ অপেন হবে।

রুট মেনুর File থেকে ক্লিক করে কোনো ডায়ালগ বক্স দেখা না পেলে STARTUP সিস্টেম ভেরিয়েবল ভ্যালু ১ ইনপুট দিতে হবে। ভ্যালু ১ ইনপুট দেয়ার নিয়ম নিচে দেয়া হল-

  • কমাঙ্ক লাইনে File লিখে এন্টার করলে নির্দেশনা আসবে
  • New Value of STARTUP < >:

ডিফল্ট মান'O' অ্যাংগেল ব্রাকেটের মধ্যে দেয়া আছে। এ অবস্থায় File থেকে New ক্লিক করলে কোন ডায়ালগ বক্স দেখা যাবে না। তাই '০' এর স্থলে ১' লিখে এন্টার করতে হবে। এখন, Fileথেকে New ক্লিক করলে একটি ডায়ালগ বক্স দেখা যাবে।

ডায়ালগ বক্সটির নাম Create a New Drawing | বক্সটির উপরে বাম দিকে ৪ টি অপশন নিয়ে ঘটি বোতাম আছে। ৰোতাম গুলো ভিন্ন ভিন্নকাজ করে। যেমন-

১ম- বোতাম ড্রয়িং অপশনের কাজ করে। 

২য়- বোতাম ক্লিক করে Start for scratch অপশন নিয়ে কাজ করা যায়। 

৩য়- বোতামের সাহার্যে টেমপ্লেট অপশন নিয়ে কাজ করার জন্য । 

৪র্থ-Wizardবোতাম ক্লিক করে Advanced Setup এবং Quick Setupঅপশন নিয়ে নতুন ফাইল খোলা যায়।

চিত্র অনুযায়ী টেমপ্লেট অপশন নিয়ে নতুন ফাইল ওপেন করতে ৩য় বোতাম ক্লিক করে এবং ডায়ালগ বক্সের টেমপ্লেট তালিকা থেকে কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করা যায়। এখন, OK বোতাম ক্লিক করলে টেমপ্লেট ফাইল নিয়ে অটোক্যাড ওপেন হবে।

 

Content added By
Promotion