ট্রান্সফরমার

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
37
37

ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুতের নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে এবং উচ্চ ডোপ্টেডাকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করতে পারে। তড়িৎচৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়। এই যন্ত্রে একটি করেলে তড়িৎপ্রবাহ পরিবর্তন করে অন্য করেলে আবিষ্ট তড়িৎ চালক শক্তি বা তড়িৎ উৎপাদন করা হয়।

ট্রান্সফরমার সাধারণত দুই প্রকারের হয়- 

১) স্টেপ আপ ট্রান্সফরমার (Step up Transformer)। 

২) স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step down Transformer)

১. স্টেপ আপ ট্রান্সফরমার: যে ট্রান্সফরমার অন্ন বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলে।

২. স্টেপ ডাউন ট্রান্সফরমার: যে ট্রান্সফরমার অধিক বিভবের অয় তড়িৎপ্রবাহকে অয় বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে।

ট্রান্সফরমারের কাজ 

১) ট্রান্সফরমার ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উত্তরকে রূপান্তর করে। যাতে ক্ষমতার পরিমাণ সমান বা ধ্রুব থাকে । 

২) দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহৃত হয়। 

৩) নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতিতে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহৃত হয়, যেমন- কন্ট্রোল সার্কিট, রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডার, ভি.সি.আর, ভি.সি.পি, ওয়াকম্যান, ঘড়ি ইত্যাদিতে। 

৪) বাসা বাড়ির সংযোগ নেয়ার আগে স্টেপ ডাউন ট্রান্সফার ব্যবহার করতে হয়।

ভোল্টেজ রেশিও (Voltage Ratio) ট্রান্সফরমার এর প্রাইমারি ও সেকেন্ডারি সাইডের ভোল্টেজের পার্থক্যকেই ভোল্টেজ রেশিও বলা হয়। অর্থাৎ কোন স্টেপ ডাউন ট্রান্সফরমার এর ভোল্টেজ রেশিও যদি ১০০ হয়, তবে প্রাইমারী সাইডে ১০০ ভোল্ট দিলে সেকেন্ডারি সাইডে ১ ভোট পাওয়া যাবে। 

ট্রান্সফরমারের ক্ষমতার একক কেভিএ (KVA) অর্থাৎ কিলো ভোল্ট এ্যাম্পিয়ার। 

 

Content added By
Promotion