প্রিয় শিক্ষার্থী, শিক্ষক এই সেশনটি একটি ছোট প্রার্থনার মধ্য দিয়ে শুরু করতে পারেন। তিনি তোমাকেও প্রার্থনায় নেতৃত্ব দিতে বলতে পারেন। তুমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারো। তুমি সুন্দর পরিবার এবং আদর্শ মা-বাবা পেয়েছ-এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করতে পারো।
তোমাদের আগেই বলেছি এ সেশনে শিক্ষক তোমাদের দশ আজ্ঞা পালন সংক্রান্ত কাজের উপরে স্ক্র্যাপবুক/ ডিজিটাল ডকুমেন্টারি তৈরি করতে দিবেন। তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে এসেছ। প্রাত্যহিক জীবনে আজ্ঞাটি কীভাবে পালন করো এবং তা তোমার জীবনকে কীভাবে প্রভাবিত করে তা দিয়ে ডকুমেন্টারি বা স্ক্র্যাপবুক তৈরি করবে। কাজটি করার জন্য শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে দিবেন। বিশেষ করে ডকুমেন্টারি তৈরির কাজটি দলগত হলে ভালো হবে কারণ তোমাদের মধ্যে একজনের স্মার্টফোন বা ক্যামেরা না থাকলে দলের অন্য কেউ তাকে সাহায্য করতে পারবে।
তুমি একজন খ্রীষ্টান ছেলে বা মেয়ে হিসেবে ছয়/সাত বৎসর বয়স থেকেই দশ আজ্ঞা বলতে শিখেছ ও পালন করছো। যেমন- তুমি ঈশ্বরকে বিশ্বাস করে তাঁর উপাসনা করছো। প্রতি রবিবার গির্জায়/চার্চে প্রার্থনায় অংশগ্রহণ করছো। কখনও কারো নামে মিথ্যাসাক্ষ্য দাও না। মা-বাবা ও গুরুজনদের সম্মান করে চলো। অন্যের জিনিস না বলে ব্যবহার করো না। এভাবে দশ আজ্ঞা তোমার মধ্যে ঈশ্বর-ভক্তি, গুরুজনদের শ্রদ্ধা করা, সত্যবাদিতা, নির্লোভ থাকা, পবিত্রতা, শুচিতা, প্রতিবেশী-প্রেম বা ভ্রাতৃপ্রেম- এসব মূল্যবোধ বিকশিত করেছে। দশ আজ্ঞা পালনের মধ্য দিয়ে তোমার জীবন সুন্দর ও পবিত্র হয়ে উঠেছে।
এবার তুমি দশ আজ্ঞা কীভাবে পালন করো এবং তা তোমার জীবনকে প্রভাবিত করে তা দিয়ে ডিজিটাল ডকুমেন্টারি তৈরি করো। প্রতিটি ঘটনা এবং কাজের ভিডিও-অডিও যত্ন সহকারে তৈরি করো। যদি তা সম্ভব না হয় তবে তুমি আজ্ঞা পালনের কাজগুলোর ছবি তুলে তা দিয়ে স্ক্র্যাপবুক তৈরি করবে। যেমন- তুমি 'চুরি করবে না' এ আজ্ঞাটি যদি পালন করো তবে দেখাতে পারো যে বিদ্যালয়ের বাগানের ফুল দেখে ছিঁড়তে ইচ্ছা করেছে কিন্তু তখনই 'চুরি করবে না' আজ্ঞাটি মনে পড়াতে তুমি ফুল ছেঁড়া থেকে বিরত থেকেছ।
আশা করি, তোমরা সুন্দর করে ডিজিটাল ডকুমেন্টারি/স্ক্র্যাপবুক তৈরি করবে এবং শিক্ষকের নিকট তা জমা দিবে।
একমাত্র ঈশ্বরকে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা দশ আজ্ঞার মূল বিষয়। যীশু বলেছেন যে ঈশ্বরকে সর্বান্তকরণে এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসে মানুষ অনন্ত জীবন লাভ করতে সক্ষম হবে। মথি ১০: ২৫-২৮ পদে যীশুর দেওয়া প্রধান দুটি আজ্ঞা দশ আজ্ঞাগুলোকে পূর্ণভাবে সমর্থন করছে।
বাড়ির কাজ
খ্রীষ্টধর্মে বিবাহ একটি পবিত্র সংস্কার। পরিবার গঠন শুরু হয় বিবাহ সংস্কারের মধ্য দিয়ে। আগামী সেশনে তুমি অংশগ্রহণ করেছ এমন একটি বিবাহ অনুষ্ঠানের অভিজ্ঞতা শিক্ষক তোমাকে বর্ণনা করতে বলবেন। তাই তুমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে যেন সম্পূর্ণ বিবাহ অনুষ্ঠান শুরু থেকে ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারো।
Read more