ডেটন চুক্তি

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
4
  • স্বাক্ষরিত হয়- নভেম্বর, ১৯৯৫ সালে ফ্রান্সের প্যারিসে।
  • অন্য নাম- “ডেটন প্যারিস চুক্তি” বা “প্যারিস প্রটোকল" ।
  • স্বাক্ষর করে- বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও মন্টিনিগ্রো ।
  • উদ্দেশ্য- বসনিয়া যুদ্ধের সমাপ্তি করা।
  • উদ্যোক্তা- সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
  • নামকরণ- ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের 'ডেটন শহরে এ চুক্তির বিষয়ে ঐক্যমত হয়, ফলে ডেটন শহরের নাম অনুসারে এ চুক্তির নামকরন করা হয়।
Content added By
Promotion