এসএসসি(ভোকেশনাল) -
মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ -
প্রথম পত্র (নবম শ্রেণি) |
| NCTB BOOK
6
6
পারদর্শিতার মানদন্ড
কর্মক্ষেত্রের প্রকৃতি অনুসারে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম চিহ্নিত করা
লে আউট কাজে ব্যবহৃত টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতি সনাক্ত করা
লে আউট কাজের জন্য টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতিসমূহ প্রস্তুত/উপযোগী করা
বিভিন্ন স্ট্রোকে অক্ষর ও সংখ্যা লিখা
ড্রইং বোর্ডের পার্শ্ব সমান ও সমান্তরাল করে ড্রইং শীট ড্রইং বোর্ডে স্থাপন
টী স্কয়ার স্টক থেকে ২৫-৫০ মিমি. দুরে শীটের বাম প্রান্ত স্থাপন করবো।
ড্রইং শীট স্কচটেপ বা ম্যাগনেটিক পাত দিয়ে ড্রইং বোর্ডে আটকাবো।
পেপারের উপরের দিকে দুই প্রান্তে বোর্ড পিন বা ক্লিপ বা সেলো টেপ অথবা ম্যাগনেটিক পাত দিয়ে আটকাবো। অনুরূপভাবে, পেপারের নিচের দুই প্রান্ত আটকালে ড্রইং টেবিলে সিট স্থাপন কাজ শেষ হবে।
ড্রইং শীটের লে-আউট এর ব্যবহার করবো।
অক্ষর ও সংখ্যা লেখার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রেখা ঘর অংকন করবো।
অক্ষর ও সংখ্যা লেখার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার অক্ষর ও সংখ্যা অংকণ অংকন করবো।
কাজের সর্তকতা:
সঠিক নিয়মে সকল প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা আবশ্যক ।
লে আউট যন্ত্রপাতি যথাযথ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
আত্মপ্রতিফলন
ড্রইং করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রেখা অংকনের দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/জাবার অনুশীলন করতে হবে।