ড্রাফটিং যন্ত্রপাতি ও সরঞ্জামাদির সংরক্ষণ

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

ড্রাফটিং যন্ত্রপাতি ও সরঞ্জামাদির সংরক্ষণ (Preservation of Drafting Tools & Equipment):

ড্রইং বাক্স ব্যবহার করে সংবেদনশীল কিছু কিছু ড্রইং যন্ত্রপাতি সঠিকভাবে সংরক্ষন করা হয়। সঠিকভাবে সংরক্ষন না করলে যন্ত্রপাতিগুলো অচিরেই নষ্ট হয়ে যাবে নয়তো হারিয়ে যেতে পারে। অংকনের জন্য একটি ড্রইং বাক্সে যে সব যন্ত্রপাতি থাকে তা নিচে দেওয়া হলো-

১. স্কেল 

২. ডিভাইডার কোটা কম্পাস)

৩. ইরেজার 

৪. পেনসিল কম্পাস

৫. ফ্রেঞ্চ কার্ড 

৬. টুকরা কাগজ

৭. সেট স্কয়ার

৮. চাদা 

৯. পেনসিল শার্পনার

১০. ইরেজিং শিল্ড

১১. পেনসিল

ড্রাফটিং কাজে সাধারনত যন্ত্রপাতি ছাড়া ও বর্তমানে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার অধিক পরিমানে ব্যবহার হয়েছে। কম্পিউটার একটি সংবেদনশীল ইলেকট্রনিক যন্ত্র বিধায় ধূলা-বালি মুক্ত পরিবেশ বজায় রেখে কাজ করতে হবে। শীততাপ নিয়ন্ত্রিত রুমে রেখে কাজ করা উত্তম।

 

ড্রাফটিং যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ব্যবহারের ক্ষেত্র ( Field of Uses of Drafting Tools & Equipments ) :

শ্রেণির তাত্ত্বিক কাজ

ড্রাফটিং ল্যাবে ভোমরা কোন কোন কাজে কী ধরনের ড্রইং টুলস ব্যবহার করার ব্যবস্থা নিবে তা হকে লিখ (একটি কাজে ব্যবহৃত ড্রইং টুলস এর নাম উল্লেখ করা হলো)-

ড্রাফটিং ল্যাবের নিরাপত্তা

ড্রাফটিং ল্যাবের নিরাপত্তায় নিম্নলিখিত বিষয় জানা ও পালন করা অত্যাবশ্যক। যেমন-

১. ব্যাক্তিগত নিরাপত্তা পোশাক পরিধান করা। আপনার নিরাপত্তা পোশাক দুর্ঘটনার বিরুদ্ধে আপনার সেরা ফর্মের সুরক্ষা 

২. ড্রাফটিং ল্যাবে কাজের সময় খাওয়া বা পানাহার করা অনুচিত। 

৩. কাজের সময় স্যুচালো টুলসগুলো সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। 

৪. সূঁচালো টুলসগুলো নিজ হাতে পরখ না করা। 

৫. পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি অনুসরন করা 

৬. অনিরাপদ ও ত্রুটিযুক্ত সরঞ্জামাদি ব্যবহার পরিহার করা। 

৭. স্কইং ম্যাটারিয়েলস যথাযথ স্থানে সংরক্ষণ করা।

৮. ডিজাইন ও ড্রাফটিং উভয় কাজের জন্য কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা 

৯. কার্যস্থল পরিষ্কার রাখা ।

 

 

Content added By
Promotion