তৃতীয় পরিচ্ছেদ পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ করা

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - কৃষিশিক্ষা - পারিবারিক খামার | | NCTB BOOK
42
42

পারিবারিক খামার একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান । সুতরাং এইরূপ অন্যান্য প্রতিষ্ঠানের মতো পারিবারিক কৃষি খামারের সকল স্থাবর-অস্থাবর সম্পদ সম্পত্তির বিবরণ, ব্যয় বা বিনিয়োগের যাবতীয় তথ্য, আয়ের সকল তথ্য এবং মুনাফার তথ্য লিপিবদ্ধ বা নথিবদ্ধ করা প্রয়োজন । নিচে একটি নমুনা উপস্থাপন করা হলো :

পারিবারিক খামার : আলিফ পারিবারিক খামার

মালিকের নাম       : আলিফ মিঞা

ঠিকানা                 : গ্রাম-বয়রা

                             মৌজা-বয়রা-ভালুকা

                            উপজেলা/থানা- ময়মনসিংহ সদর
                            ডাকঘর- ময়মনসিংহ ২২০২

পারিবারিক খামারে মোট জমির পরিমাণ : ১ বিঘা (৩৩ শতক) ।
উঁচু জমি                           : ৩ শতক
মাঝারি নিচু জমি               : ১০ শতক
পুকুর                                :২০ শতক
খামার                               : ৩ টি
মৎস্য খামার                     : ২০ শতক
সবজি খামার                    : ১০ শতক
ব্রয়লার মুরগির খামার       : ৩ শতক

নিম্নে ব্রয়লার মুরগির খামারের আয় ব্যয়ের হিসাব বর্ণনা করা হলো ।

খামারের উৎপাদনের আয়-ব্যয়ের হিসাব
পারিবারিকভাবে ব্রয়লার ও লেয়ার মুরগি পালন করলে নিজেদের খাবার মাংস ও ডিমের চাহিদা মেটে । তাছাড়া ব্রয়লার ও খাবার ডিম বাজারে বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব। নিচে ১০০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয় হিসাব করার একটি নমুনা দেওয়া হলো ।

ব্রয়লার মুরগি পালনের ব্যয়ের খাত ২টি- ক । স্থায়ী খরচ খ। চলমান খরচ

ক। স্থায়ী খরচ (Capital or Fixed Expenditure) : খামারে বাচ্চা তোলার আগে জমি, মুরগির ঘর, আসবাবপত্র, ব্রুডার যন্ত্র, খাদ্যের পাত্র, পানির পাত্র, ড্রাম ও বালতি ইত্যাদি খাতসমূহে যে সমস্ত খরচ হয় তাকে মূলধন বা স্থায়ী খরচ বলে। নিচে ১০০টি ব্রয়লার মুরগি পালনের ব্যয় হিসাব করার একটি ছক দেওয়া হলো ।

           
 জমি  মুরগির ঘর তৈরি  ব্রুডার যন্ত্র (হোভার, চিক গার্ড, বাল্ব)   খদ্যের ও পানির পাত্র  পানির বালতি ও ড্রাম  মোট স্থায়ী খরচ
 নিজ  ৮,০০০/-  ২,০০০/-  ১,০০০/-  ১,০০০/-  ১২,০০০/-

খ. চলমান খরচ (Recurring Expenditure) : খামারে বাচ্চা ক্রয় থেকে শুরু করে দৈনন্দিন যে সব খরচ হয় তাকে চলমান খরচ বলে । বাচ্চা পালনকালে শেষ পর্যন্ত ১০০টির মধ্যে ২-৫ টির মৃত্যু হয়। চলমান খরচের মধ্যে বাচ্চার দাম, খাদ্য ক্রয়, চলতি বিদ্যুৎ খরচ, টিকা ও ঔষধ, লিটার (মুরগির বিছানা), শ্রমিক ও পরিবহন খরচ উল্লেখযোগ্য । ব্রয়লার মুরগি মোট ১ মাস খামারে থাকে । নিচে পারিবারিক খামারে ১০০টি ব্রয়লার মুরগি পালনের চলমান খরচ হিসাব করার একটি ছক উদাহরণ হিসাবে দেওয়া হলো ।

               
 বাচ্চার দাম (প্রতিটি ৫০/-)  খাদ্য ক্রয় (প্রতিটির জন্য ৩ কেজি করে মোট ৩০০ কেজি খাদ্য, প্রতি কেজি ৩৩/-) বিদ্যুৎ খরচ   টিকা ও ঔষধ  লিটার  শ্রমিক  পরিবহন খরচ  মোট চলমান খরচ
 ৫,০০০/-  ৯,৯০০/-  ৩০০/-  ১৫০০/-  ২০০/-  নিজ ৫০০/-  ১৭,৪০০/-
কাজ : শিক্ষার্থীরা এককভাবে ১৬০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব লিখে ক্লাসে জমা দিবে ।

প্রকৃত ব্যয় হিসাবের জন্য মোট চলমান খরচের সাথে মুরগির ঘর, যন্ত্রপাতি, মূলধন ও চলমান খরচের উপর অপচয় খরচ (Depreciation Cost) হিসাব করতে হবে ।

মোট বাৎসরিক অপচয় খরচ (Depreciation Cost )

১ । মুরগির ঘরের উপর (৮০০০/- টাকার উপর ৫%) = ৪০০/-
২ । যন্ত্রপাতির উপর (৪,০০০/-টাকার উপর ১০%) = ৪০০/-
৩ । মোট স্থায়ী মূলধন ও মোট চলমান খরচ = (১২,০০০+ ১৭,৪০০/-) উপর ১৫% = ৪, ৪১০/-
মোট বাৎসরিক অপচয় খরচ = ৫,২১০/- টাকা

এক বছরে যদি ১০টি ব্যাচ পালন করা যায় তবে একটি ব্যাচের মোট অপচয় খরচ হবে = টাঃ ৫২১/- টাকা অতএব মোট ব্যয় = মোট চলমান খরচ + একটি ব্যাচের মোট অপচয় খরচ = টাঃ ১৭,৪০০/- +টাঃ ৫২১/- টাকা - টাঃ ১৭,৯২১/- =

আয় (Income) : ব্রয়লার মুরগি, লিটার ও খাদ্যের বস্তা বিক্রি করে আয় করা যায় । তাছাড়া লিটার জৈব সার হিসাবে জমিতে এবং মাছের খাদ্য তৈরিতে পুকুরে ব্যবহার করা যায় । নিচে পারিবারিক খামারে ১০০টি ব্রয়লার মুরগি থেকে আয় হিসাব করার একটি ছক উদাহরণ হিসাবে দেওয়া হলো ।

       
ব্রয়লার মুরগি বিক্রি
৯৫টি (৫% মৃত্যু) ১৫০/- কেজি (গড় ওজন ১.৪ কেজি)
 
 লিটার বিক্রি  খাদ্যের বস্তা বিক্রি (বস্তা ৬টি, প্রতিটি ১০/-)  মোট আয়
 ১৯,৫০০/-  ১০০/-  ৬০/-  ২০,১১০/-

নিট লাভ = (মোট আয় - মোট ব্যয়)=টাঃ ২০,১১০/- - টাঃ ১৭,৯২১/- = টাঃ ২,১৮৯/- টাকা

কাজ : শিক্ষার্থীরা খামারের আয় ব্যয়ের ও লাভ ক্ষতির হিসাব নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে লিখবে ।

নতুন শব্দ: স্থায়ী খরচ, চলমান খরচ, লিটার

Content added || updated By
Promotion