থ্রেড তৈরি করা

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
3
3

পারদর্শিতার মানদন্ড : 

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা; 

৪. প্রয়োজন অনুযায়ী ড্রইং করার মালামাল সংগ্রহ করা; 

৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার বুটআপ করা; 

৬. প্রদত্ত ড্রইং অনুযায়ী ২ডি ইন্টারফেস এর ব্যবহার করা; 

৭. প্রদত্ত ড্রইং অনুসারে কাজের ধাপ অনুসরণ করে থ্রেড তৈরি করা; 

৮. কাজ শেষে কম্পিউটার শাটডাউন করা; 

৯. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিস্কার করা; 

১০. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা; 

১১. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

 

           প্রয়োজনীয় যন্ত্রপাতি, মালামাল ও ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম :

কাজের ধাপ (Working Procedure ) :

  • প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 
  • সঠিক নিয়মে কম্পিউটার অন করবো। 
  • অটোক্যাড সফ্টওয়ার ওপেন করবো। 
  • প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসগুলি ঠিক করবো। 
  • চিত্র/ডায়াগ্রাম অনুযায়ী লেয়ার সিলেক্ট করবো।

ডায়াগ্রামে প্রদত্ত চিত্রানুসারে লেয়ার তৈরি করবো ।

স্টেপ ১। প্রথমে ৭৫×২৪ মিমি: দৈর্ঘ্য একটি Rectangle অংকন করবো । 

স্টেপ ২। Rectangle টি কে Explode কর। 

স্টেপ ৩। ভার্টিক্যাল রেখা A কে ১.৫মিমি: দুরুত্বে এ্যারে অথবা কপি এর সাহায্যে কপি করবো। 

স্টেপ ৪। হরিজনটাল রেখা C ও D কে ১.৮৩ মিমি: অফসেট করবো। 

স্টেপ ৫। হরিজনটাল রেখা C কে ক্রেষ্ট ও রুট মিলিয়ে ভী আকৃতি তৈরি কর। অনুরুপভাবে হরিজনটাল রেখা D কে ক্রেষ্ট ও রুট মিলিয়ে ভী আকৃতি তৈরি কর। (এক্ষেত্রে হেলিক্স এ্যাংগেলের জন্য হরিজনটাল রেখা C থেকে হাফপিচ সামনে অথবা পিছন থেকে শুরু করতে হবে। 

স্টেপ ৬। ভী আকৃতির স্থান থেকে ট্রিম কর এবং ভার্টিক্যাল রেখা সমুহ ইরেজ করবো। 

স্টেপ ৭। হরিজনটাল রেখা C ও D এর ক্রেষ্ট টু ক্রেষ্ট এবং রুট টু রুট যুক্ত করবো। 

স্টেপ ৮। নাট সহজে প্রবেশের জন্য থ্রেডের পিছনের দিকটি ভী আকৃতি অথবা রেডিয়াস করে দাও ।

  • কাজ শেষে কাজের জায়গা পরিস্কার করবো। 
  • কাজ শেষে কম্পিউটার বন্ধ করবো। 
  • কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

সতর্কতা (Precausion) :

  • কাজের সময় মাক্স ব্যবহার করবো। 
  • কাজের সময় সঠিক নিয়মে বসবো। 
  • কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো। 
  • এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো। 
  • ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্হা আছে কিনা দেখে নিবো। 
  • বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখবো।

অর্জিত দক্ষতা: থ্রেড তৈরি করার দক্ষতা অর্জন হয়েছে।

 

 

Content added By
Promotion