নিরাপত্তা ব্যবস্থাপনা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

নিরাপত্তা ব্যবস্থাপনা

  • কেবলমাত্র যোগ্যতাসম্পন্ন ও উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিই মেশিন চালনা করবে 
  • মেশিন চালু করার পূর্বে নিশ্চিত হতে হবে যে, বিপদজনক অংশে প্রয়োজনীয় গার্ড আছে মেশিন চালনার উপযুক্ত ড্রেস পরিধান করতে হবে 
  • চলমান ও ঘূর্ণায়মাণ যন্ত্রপাতি ও মেশিন সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে 
  • নতুন কোন মেশিন চালনার আগে, সেফটি ইস্যু ভালভাবে জেনে নিতে হবে
  • বৈদ্যুতিক সরঞ্জাম ও উপকরণ ব্যবহারের পূর্বে তারের অবস্থা পরীক্ষা করতে হবে 
  • মেঝের উপর দিয়ে বৈদ্যুতিক তার টেনে নেওয়া থেকে বিরত থাকতে হবে 
  • বৈদ্যুতিক তার পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে 
  • কম্প্রেসরের হাওয়া পরিধেয় কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা যাবে না
  • সকল বৈদ্যুতিক সরঞ্জাম ও উপকরণ আর্থিং যুক্ত সার্কিট ব্রেকার থেকে সংযোগ দিতে হবে 
  • ওয়ার্কশপের মধ্যে খাওয়া-দাওয়া সম্পূর্ণ নিষেধ

 

Content added By
Promotion