নোয়াখালী জেলা

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
  • মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত।
  • পূর্বনাম ভুলুয়া/সাধুরাম ।
  • নিঝুম দ্বীপ নোয়াখালীর মেঘনা নদীর মোহনায়। এর পূর্ব নাম- বাউলার চর।
  • নোয়াখালীর মাঝিরা ১৯৬০ সালে নিঝুম দ্বীপ আবিষ্কার করে।
  • নিঝুম দ্বীপের আয়তন ৯১ বর্গ কি.মি. অথবা ৩৫.১৩৫ বর্গ মাইল ।
  • বজরা শাহী মসজিদ-বেগমগঞ্জ নোয়াখালী (মুর্শিদকুলি খাঁর সময় নির্মিত হয়)।
  • গান্ধী আশ্রম- নোয়াখালীতে। গান্ধী যাদুঘর- সোনাইমুড়ী, নোয়াখালী । চর শাহাবানী, উরির চর, চর শ্রীজনী, হাতিয়া দ্বীপ নোয়াখালীতে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, সার্জেন্ট জহুরুল হক (আগরতলা মামলার আসামী ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ মৃত্যু)।
Content added By

আরও দেখুন...

Promotion

Promotion