পবিত্র বাইবেলে সুস্থতা লাভের ঘটনা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | | NCTB BOOK
27
27

উপহার ৪৪

পবিত্র বাইবেলে সুস্থতা লাভের ঘটনা

 

 

প্রিয় শিক্ষার্থী,

শিক্ষক আজ তোমাদের বাইবেল পাঠ, গল্প, ভিডিও ও ছবি ব্যবহার করে শিক্ষা ও চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থতার বিষয়ে আলোচনা করবেন। আলোচনায় তুমি মনোযোগ দেবে। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে প্রশ্ন করে জেনে নেবে।

 

 

পবিত্র বাইবেল থেকে পাঠ

পবিত্র বাইবেলে শিক্ষা ও চিকিৎসাসেবা বিষয়ে অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে। মানুষের প্রধান দুটি মৌলিক চাহিদা শিক্ষা ও চিকিৎসা। প্রভু যীশু খ্রীষ্ট মানবসেবায় এ বিষয় দুটি অধিকতর গুরুত্বের সাথে শিক্ষা দিয়েছেন। পবিত্র বাইবেলে উদ্ধৃত ৯:১-৮ পদ পাঠ করে চিকিৎসা ও নার্সিং সেবায় যীশুর শিক্ষা সম্পর্কে জানবে।

 

 

অবশ রোগী সুস্থ হল

মথি ৯:১-৮

'পরে যীশু নৌকায় উঠে সাগর পার হয়ে নিজের শহরে আসলেন। লোকেরা তখন বিছানায় পড়ে থাকা একজন অবশরোগীকে তাঁর কাছে আনলো। সেই লোকদের বিশ্বাস দেখে যীশু সেই রোগীকে বললেন, 'সাহস করো। তোমার পাপ ক্ষমা করা হল।' এতে কয়েকজন ধর্ম-শিক্ষক মনে মনে বলতে লাগলেন, 'এই লোকটা ঈশ্বরকে অপমান করছে।' যীশু তাঁদের মনের চিন্তা জেনে বললেন, 'আপনারা মনে মনে মন্দ চিন্তা করছেন কেন? কোনটা বলা সহজ, 'তোমার পাপ ক্ষমা করা হল,' না 'তুমি উঠে বেড়াও'? আপনারা যেন জানতে পারেন এই পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে'-এই পর্যন্ত বলে তিনি সেই অবশ-রোগীকে বললেন, 'ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে বাড়ি যাও।' তখন সে উঠে তার বাড়িতে চলে গেল। লোকে এই ঘটনা দেখে ভয় পেল, আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে ঈশ্বরের গৌরব করতে লাগল।'

 

তোমার করণীয়

শ্রেণিকক্ষে শিক্ষক উপরে দেয়া বাইবেলের পদগুলো পাঠ করতে পারেন, আবার তোমাকেও পাঠ করতে বলতে পারেন। বাইবেল পাঠ শেষ হলে শিক্ষক এই পদগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবেন। আলোচনার সময় তোমাদের কাছে শিক্ষক প্রশ্ন করবেন, তুমি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেবে। শিক্ষক এ পাঠ আলোচনার সময় উপরে দেয়া 'অবশ রোগী সুস্থ হলো' নামক ছবিটি ভালো করে দেখো। তবে মনে রেখো ছবিটি সহজভাবে বোঝার জন্যে দেয়া হয়েছে। ঘটনাটি শুধুমাত্র একটি উদাহরণ। এছাড়াও যীশু অনেক মানুষকে সুস্থ করেছেন।

তোমাকে একটু সহজ করে বলি

প্রিয় শিক্ষার্থী, বাইবেলের এ অংশে মানুষের শারীরিক, মানসিক, আবেগিক ও সামাজিক সুস্থতার কথা বলা হয়েছে। যীশু ঐ অবশ-রোগীকে সুস্থ করে আমাদের জন্যে মানবসেবার বিশেষ দৃষ্টান্ত রেখে গেছেন। যারা অসুস্থ আছেন তাদের সেবা করা আমাদের দায়িত্ব। আমাদের চারপাশে অনেকে মানসিক ও আত্মিকভাবে অসুস্থ আছে তাদেরও সেবা করা প্রয়োজন। তাদের শরীর ও মনে অনেক কষ্ট আছে। তারা শারীরিক ও আত্মিকভাবে সুস্থতা চায়। যীশু ঐ লোকটিকে সুস্থ করলেন এবং তার নিজের সমাজে যেতে বললেন। তিনি সুস্থ হয়ে নিজের সমাজে গিয়ে বসবাস করলেন। আমাদের একটা সুস্থ সমাজ প্রয়োজন। নিজের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা প্রয়োজন।

 

 

অভিনয় করবো

প্রিয় শিক্ষার্থী, যীশুর বলা এই ঘটনাটি শিক্ষক তোমাদের অভিনয় করতে বলবেন। তবে অভিনয় করার জন্যে শিক্ষক তোমাদের সহযোগিতা করবেন এবং সুন্দরভাবে করার জন্যে তোমাদের যা প্রয়োজন তা তিনি সরবরাহ করবেন। অভিনয়ের জন্যে তোমাদের সময় নির্দিষ্ট করে দেবেন। অভিনয়ের সময় যেনো শৃঙ্খলা বজায় থাকে সেদিকে খেয়াল রেখো। তোমাদের মধ্যে কে কোন চরিত্রে অভিনয় করবে তা তোমরাই ঠিক করো। তবে মনে রেখো অভিনয় সুন্দর হবার জন্যে একে অপরের সহযোগিতা খুবই প্রয়োজন।

 

প্রশ্নের মাধ্যমে জানি

চিকিৎসা ও নার্সিং সেবা বিষয়ে নিচের প্রশ্নগুলো করে তোমাদের ধারণাকে শিক্ষক আরও মূর্ত করে তুলবেন। তাই শিক্ষক যখন প্রশ্ন করবেন তখন মনোযোগসহকারে শুনতে হবে।

১. যে লোকটিকে যীশুর কাছে আনা হয়েছিল তার কোন ধরনের অসুস্থতা ছিলো? 

২. যীশু তাকে কী বললেন? 

৩. সুস্থ হয়ে লোকটি কী করেছিলেন? 

৪. উপস্থিত লোকেরা কী করেছিলেন?

Content added || updated By
Promotion