পরিমাপ

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
10
10

পরিমাপ (Measurement )

একটি বস্তু বা বস্তুর অংশ কিংবা যন্ত্র বা যন্ত্রাংশ তৈরী করার জন্য ইঞ্জিনিয়ারিং ড্রইং করা হয় । সুতরাং একটি ইঞ্জিনিয়ারিং ড্রইং এ বস্তুর পূর্ন বিবরন থাকা প্রয়োজন। একটি ড্রইং এর মূল অংশ হলো আকার আকৃতি ও অবস্থান |

  • আকার দ্বারা বুঝা যায় একটি বস্তু কত বড় বা কত ছোট এবং মাপ দেখে তা সহজেই অনুমান করা যায় ৷
  • অর্থোগ্রাফিক প্রজেকশন, সেকশন ভিউ এবং থ্রি-ডি (3D) ভিউ থেকে বস্তুর আকৃতি সম্বন্ধে ধারনা লাভ করা যায়।
  • অবস্থান দ্বারা কেন্দ্র বিন্দু, গ্রুভ বা চ্যানেলের অক্ষ রেখা কোথায় তা জানা যায়। সঠিক আকার, আকৃতি ও অবস্থান জানা ও জানানোর জন্য মাপের প্রয়োজন। ড্রইং এ মাপ বসানোর এই পদ্ধতিকে পরিমাপন বা ইংরেজীতে ডায়মেনশনিং (Diensioning) বলে।

পরিমাপের ধরন (Types of Diensioning) 

ড্রইং যে ভাবেই অংকন করা হোক না কেন, প্রতিটি ড্রইং ও পরিমাপ যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মাপ এবং এর সাথে হোল, ধুন্ড, চ্যানেল ইত্যাদির অবস্থান জানানোর ভিন্ন ভিন্ন রীতি আছে। মাপ জোকের উপরোক্ত বিষয়গুলোকে পরিমাপের ধরন (type of dimension) বলে ।

একে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-

1) Size & functional dimension

2) Location or datum dimention

পরিমাণ লাইন (dimension line ) 

চিত্রে একটি আয়তক্ষেত্রের ডায়মেনশন লাইন ও এক্সটেনশন লাইন দ্বারা পরিমাপন করা হয়েছে। এক্সটেনশন এবং ডায়মেনশন লাইন এর সংযোগ স্থল সাধারণত তীর দিয়ে দেখানো হয়। কোনো কোনো ক্ষেত্রে সংযোগ স্থল ডট বা ৪৫° ব্রুস লাইন দ্বারাও চিহ্নিত করা যায় ৷

২. অ্যারো হেড (Arrow Head) 

ডাইমেনশন লাইনের সমাপ্তি টানতে অ্যারো হেড ব্যাবহার করা হয়। জ্যারো এর শীর্ষ বিন্দুটি অব্যশ্যই ভায়মেনশন লাইনকে স্পর্শ করে থাকবে। মেকানিক্যাল ড্রইং এর হেডের দৈর্ঘ প্রশ্নের তিনগুন হয়ে থাকে।চার ধরনের অ্যারো হেড এর অনুমোদন আছে। নিচের চিত্রে অনুমোদিত অ্যারো হেজের বিভিন্ন প্রকার গঠন দেখানো হলো।

পরিমাপন দেওয়ার রীতি (Standards of Dimensioning) 

বিগত বহু বছরের পরিমাপন অভিজ্ঞতা থেকে পাওয়া ফলাফলের উপর ভিত্তি করে অ্যামরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন সংক্ষেপে ANSI পরিমাপ সম্পর্কিত রীতিমালা চালু করে। ইঞ্জিনিয়ারিং ড্রইং পরিমাপ করতে যে সব নিয়ম মেনে চলতে হয় তা হলো-

  • অধিক অংকন রেখা বিশিষ্ট ভিউ পরিমাপ করা। 
  • বস্তুর বাইরে সাপগুলো স্থাপন করা। 
  • বস্তুর বাইরে তথ্য লেখা। 
  • একই মাপ একবার এবং একই জায়ণয় স্থাপন করা । 
  • ভাইমনেশন লাইন যাতে একটি অন্যটির উপড় স্থাপিত না হয় তা লক্ষ্য রাখা। 
  • বস্তু থেকে ডাইমনেশন লইনের দূরত্ব ০.৩৭৫ ইঞ্চি বা ১০ মিমি দুরে রাখা । 
  • ভাইমনেশন লাইনগুলোর মধ্যকার দূরত্ব কমপক্ষে ২৫ ইঞ্চি বা ৬ মি.মি বজায় রাখা।

নিচের চিত্রে সরল রেখা, কোণ, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ পরিমাপন দেখানো হয়েছে।

৩.২৭ পরমাপ পদ (Methods of Dimensioning) 

পরিমাপ পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন রৈখিক, অ্যালাইন, অর্ডিনেট, ৰেস লাইন এবং বিন্দু থেকে বিন্দু পরিমাপ ইত্যাদি। নিচে চিত্র দিয়ে দেখানো হলো-

১. রৈখিক পরিমাপ (Linear Dimensioning): 

রৈখিক পরিমাপ দুই প্রকার। যেমন- আনুভুমিক ও খারা। চিত্রে আনুভুমিক ও খারা পরিমাপন দেখানো হলো।

২ অ্যালাইন পরিমাপন (Align Dimensioning): 

বস্তুর আকৃতির সাথে সংগতি রেখে পরিমাণ করাকে অ্যালাইন ভারমেনশনিং বলে। নিচের চিত্রে দেখা যায় যে, ড্রইংটির বাউন্ডারি আনুভূমিক, খারা, হেলানো ও বক্ররেখার সমন্ব য় পঠিত । তবে হেলানো রেখার পরিমাপের জন্য অ্যালাইন পরিমাপন পদ্ধতি উপযোগি। নিচে চিত্রে নত রেখার পরিমাপন পদ্ধতি দেখানো হলো।

 

 

Content added By
Promotion