পলি লাইন

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
9
9

Pilna: Pline কমান্ডের সাহায্যে দ্বিমাত্রিক পলিলাইন (Polyline) আঁকা যায়। পলিলাইন হচ্ছে অনেকগুলো লাইনের সমষ্টি। অনেকগুলো রেখা যুক্ত হয়ে একটি রেখায় পরিণত হয়। পলিলাইনকে ভেঙ্গে আবার কয়েকটি লাইন সেগমেন্টে ভাগ করা যায়।

Polyline কমান্ডের মাধ্যমে আর্ক সেগমেন্টও তৈরি করা যায়। বৃত্তচাপ ও রেখার সমন্বয়ে অবজেক্ট আঁকা যায়। আবার রেখা সরু-মোটা করা যায়। লাইন কমান্ডের মাধ্যমে অঙ্কিত রেখার গ্রন্থ বা উচ্চতা নেই। কিন্তু পলিলাইন কমান্ডের মাধ্যমে অঙ্কিত রেখার গ্রন্থ বা উচ্চতা পরিবর্তন করা যায়। একটি পলিলাইনের Width ও Thlekness বাড়িয়ে একটি দেয়াল তৈরি করা যায়। এভাবে দ্বিমাত্রিক অবজেক্টেকে ত্রিমাত্রিক অবজেক্টে রূপান্তরের ক্ষেত্রেও Pline কমান্ড ব্যবহৃত হয়।

অংকন পদ্ধতি

হোম রিবনের ড্র প্যানেল: Polylline Polyline Circle Arc কমান্ড লাইন: Pline or PL পলিলাইন আঁকতে নিচের ধাপগুলো অনুসরণ করো।

১. হোম রিবনে Draw প্যানেলে Polyline আইকনে ক্লিক করো।

২. পলি লাইনের শুরু বিন্দু নির্দিষ্ট করো।

৩. প্রথম পলিলাইন সেগমেন্টের শেষ বিন্দু নির্দিষ্ট করো অথবা [Arc/Close/ Halfwith/Length / Undo / Width ] এর যে কোনো অপশনটি কার্যকর করতে ক্যাপিটাল লেটার লিখে এন্টার দাও।

  • Arc অপশন : বৃত্তচাপ আঁকার জন্য। 
  • Close অপশন: শুরু ও শেষ বিন্দুদ্বয় ক্লোজ বা সংযুক্ত করতে।
  • Halfwidth অপশন: চলতি Width এর অর্ধেক width এর পপিলাইন অঙ্কন করতে। 
  • Length অপশন: নির্দিষ্ট দৈর্ঘ্যের পলিলাইন আকঁতে।
  • Undo অপশন: সর্বশেষ কমান্ডটি বাতিল করতে। 
  • Width অপশন: কোনো রেখার প্রশস্ততা সেট করতে

৪. কমান্ড শেষ করতে এন্টার দাও।

 

 

Content added By
Promotion