পাওয়ার লুমের গতি

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

সেডিং এর মাধ্যমে টানা সুতাকে উপরে ও নিচে দুইভাগে ভাগ করে দুইটি স্তর সৃষ্টি করা হয় যাতে ঐ স্তর দুইটির মধ্যে দিয়ে পড়েন সুতা অথবা পড়েন সুভাসহ শাটেল চলাচল করতে পারে। সেডিং সাধারণত ট্যাপেট, ভবি ও জ্যাকার্ড ঘুমে দেখা যায়।

পাওয়ার লুমে শাটেল চলাচল ও পড়েন সুতা ছেড়ে রাখার জন্য টানা সুতার দুইস্তরের মধ্যবর্তী ফাঁকাকে শেড বলে । যে মেকানিজমের মাধ্যমে সেড বা সেডিং এর কার্য সমাধা হয় তাকে সেভিং মেকানিজম বলা হয় ।

সেডের প্রকারভেদ (Classification of shed)- সেডিং মেকানিজমের সাহায্যে টানা সুতাকে উপরে নিচে দুইটি স্তর তৈরি করা হয় যাতে ঐ স্তর দুইটির মধ্য দিয়ে মাকু পড়েন সুতাসহ চলাচল করতে পারে। টানার এ দুইস্তরের মধ্যবর্তী ফাঁককে শেড বলে। শেডের আকার বা আকৃতি নির্ভর করে মাকুর আকৃতি, সুভার প্রকৃতি, তাঁতের ধরন ইত্যাদির উপর ।

সুতার অবস্থান অনুযায়ী শেডকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়।

ক্লোজ সেড (Close shed) 
এ ক্ষেত্রে সেড তৈরি হওয়ার শুরুতে এক সেট উপরে ও অপর শেষ নিচে চলে যায় এবং প্রতিটি পিক সন্নিবেশ হওয়ার পর টানা সুভা একই সমতলে ফিরে আসে।

বটম ক্লোজ সেদ্ধ (Bottom Close shed) 
এ প্রকার সো এ সেভিং এর সময় দু'পাটি টানা সুতা হতে এক পাটি উপরে উঠে যায় এবং A ও B লাইনের নিচের পাটি সব সময় স্থির থাকে। নিচের পাটির লেবেল স্থির রেখে অন্য পাটি সুতা শুধু নিচ হতে উপরে এবং উপর হতে নিচে নামে। যা চিত্রে দেখানো হলো।

সুবিধা 
টানা সুতা একবার টাইট ও একবার ঢিলা হওয়ার দরুণ কভার ক্লথ তৈরি করা যায় ।

অসুবিধা 
০ এটা পরিবর্তন হতে বেশি সময় লাগে এবং দ্রুতগতির জন্য উপযোগী নয় । 
০ টানা সুতার উপর খুব বড় এবং অসমান টান পড়ে । 
০ অধিক শক্তি ব্যয় হয় এবং ঘর্ষণজনিত ক্ষয় বেশি হয়।

ব্যবহার 
কোন কোন ট্যাপেট, সিঙ্গেল লিফট ডবি ও সিঙ্গেল লিফট জ্যাকার্ডে এই সেড ব্যবহার হয়।

সেন্টার ক্লোজ সেড (Centre close shed)
টানা দুইভাগে বিভক্ত হয়ে উপরের সেড সুতা উপরে উঠে ও নিচের সেড নিচে নেমে সেড তৈরি করলে তাকে সেন্টার ক্লজ সেড বলে । চিত্রে AA' রজ ওয়ার্প লাইন B দ্বারা টানার উপরের সুতা, C দ্বারা নিচের সেড সুতা এবং D ও E তীর চিহ্ন দ্বারা প্রতিটি সুতার উঠানামার দিক নির্দেশ করে।

অসুবিধা 
টানা সুতার অস্থিতিশীল গতির জন্য এটি বটম ক্লজ সেডের চেয়ে নিম্ন মানের।

সুবিধা- 
o যদিও এ প্রকার সেড এ প্রতিটি সুতা নড়াচড়া করে তবুও সুতার উপর টান কম পড়ে । 
০ সেড ওপেনিং টাইম বটম ক্রুজের সময়ের প্রায় অর্ধেক । 
০ মেশিনে বিদ্যুৎ খরচ কম ও টান কমহয়। 
o টান সমান হওয়ার কারণে টানা ছেড়ার সম্ভাবনা কম।

ব্যবহার- 
বিভিন্ন ধরনের ট্যাপেট লুম, সকল সিঙ্গেল লিফট্ জ্যাকার্ড তাঁতে এ ধরনের সেড ব্যবহার হয়।

ওপেন সেড (Open shed ) - 
টানার দুই সেটের সুভাই স্থির লাইন তৈরি করে এবং কোন প্রকার বিরতি ছাড়াই উপরের সেট সুতা নিচে এবং নিচের সেট সুতা উপরে উঠে সেড তৈরি করলে এরূপ সেডকে ওপেন শেড বলে। সুভার লাইনের এরূপ উপরে উঠা ও নিচে নামা পর্যায়ক্রমে হয়ে থাকে।

চিনো A ও B যারা টানার দুইটি স্থির লাইন, C ও D তীর চিহ্ন যারা উঠানামার গতি E যারা ফেন অব দি রু এবং F লিজ রড এর অবস্থান হতে ওপেন সেড দেখানো হলো।

অসুবিধা- 
• সেড লাইন ফিক্স করতে হলে লেভেলিং এ্যাপারেটাস এর সাহায্যে বাঁশগুলো একই সমতলে আনতে হয়। 
• অধিক ঝাঁপ ব্যবহার করলে সুতা ছেড়া বেড়ে যায় এবং সুতা দুর্বল হয়ে পড়ে। 
• টানা সুতা ছিড়ে গেলে জোড়া লাগাতে তাঁতির কষ্ট হয় ।

সুবিধা- 
০ টানায় টান অপেক্ষাকৃত কম । 
০ উচ্চ গতিতেই চলতে সক্ষম। 
০ উপরের সুতা নিচের সুভাকে উঠাতে সাহায্য করে যেহেতু এগুলো পর্যায়ক্রমে চলাচল করে। 
০ বিদ্যুৎ খরচ কম
০ তাঁত বস্ত্রের ক্ষয় কমিয়ে আনে।

ব্যবহার- 
অর্ডিনারি ট্যাপেট, Knowles Dobby এবং কিছু সংখ্যক জ্যাকার্ডে ব্যবহার হয় ।

সেমি ওপেন সেন (Semi open  shed)- 
এ পদ্ধতিতে ক্লোজ এবং ওপেন সেড একত্রে সংঘটিত হয়। এতে স্থির বটমের সুতাগুলো নির্দিষ্ট স্থানে থাকে। কিন্তু উপরের লাইনের সুতাগুলো অল্প নিচে নেমে আসে বা মাঝপথে আটকে যায় এবং পুনরায় উপরে উঠে। চিত্রে বটম লাইন A. স্থির থাকে কিন্তু উপর লাইনের সুতা B হয় বটম C অতিক্রম করবে, না হয় মাঝখানে C এ থেমে আবার উপরে উঠবে ।

ব্যবহার- 
অনেক ডাবল লিফট্ জ্যাকার্ড ও কিছু সংখ্যক ডাবল লিফট ডবিতে ব্যবহার হয়। ট্যাপেট তাঁতে সেমি ওপেন সেড ব্যবহার হয় না।

সুবিধা- 
০ দ্বিতীয় পিকে সব সুতাকে নিচে নামাতে হয় না। ফলে গতি বাড়ানো যায় । 
০ অভ্যন্তরীণ সুতার মধ্যে ঘর্ষণ কম হয় বলে প্রজেকটিং ফাইবার কম ওঠে এবং সুতা ছেড়ার সম্ভাবনা কিছু কম।

অসুবিধা- 
০ ওপেন সেডের মতো টানা সুতার অসম টান থাকে । 
● অযথা নড়াচড়া থেমে যায়।

সেডিং আবার দুই ধরনের হয়ে থাকে- 
১। পজেটিভ সেডিং (Positive Shedding) 
২। নেগেটিভ সেডিং (Negative Shedding) ।

পজেটিভ সেডিং (Positive Shedding)- 
যে সেডিং এর সময় ঝাঁপগুলো কোন প্রকার অতিরিক্ত ম্যাকানিজমের সাহায্য ছাড়াই উপরে নিচে উঠানামা করে। তাকে পজিটিভ সেডিং বলে। এ সেডিং-এ টানা সুতা দুইভাগ হয়ে এক ভাগ উপরে ওঠে এবং একভাগ নিচে নামে।

নেগেটিভ সেডিং (Negative Shedding) - 
যে সেডিং এর সময় ঝাঁপগুলো যান্ত্রিক উপায়ে উপরে উঠানো হয়। এবং কিছু অতিরিক্ত ডিভাইজ বা উৎস যেমন- স্প্রিং, ওজন ইত্যাদির সাহায্যে নিচে নামানো হয় তাকে নেগেটিভ সেডিং বলে। এ সেডিং-এ টানা সুতা দুইভাগ হয়ে এক ভাগ নিচ হতে উপরে উঠবে বা উপর হতে নিচে নামবে ।

উপরোক্ত শ্রেণি বিন্যাস ছাড়াও সেডিং মেকানিজম ৩ প্রকার 
০ ট্যাপেট সেডিং (Tappet shedding) 
০ ডবি সেডিং (Dobby shedding) 
০ জ্যাকার্ড সেডিং (Jacquard shedding

ট্যাপেট সেডিং (Tappet shedding) 
ট্যাপেট এক প্রকার ধাতব পদার্থের তৈরি এবং এটা অন্য বস্তুর সাহায্যে কোন নির্দিষ্ট বস্তুর উপর গতির সৃষ্টি করে । ট্যাপেট সাধারণত ঝাঁপ (Heald) এর উঠানামার জন্য ব্যবহার হয়। পাওয়ার লুমে সাধারণত রড, রোলার অথবা শ্যাফটের উপর ট্যাপেট স্থাপন করা হয় । এই শ্যাফটকে বটম শ্যাফট বা কাউন্টার শ্যাফট বলা হয় ।

ধাতব পদার্থের তৈরি বস্তুবিশেষ যা ঘূর্ণায়মান এন্টি ফ্রিকশন বৌল এর মাধ্যমে জোরে আঘাত করে অন্য বস্তুতে অসম গতির সৃষ্টি করে তাকে ট্যাপেট বলে । ট্যাপেটকে ক্যাম ও ওয়াইপারও বলা হয় ।

যে লুমে এই ট্যাপেট ব্যবহার করে টানা সুতাকে দুই স্তরে ভাগ করে সেডিং এর সৃষ্টি করে সে লুমকে ট্যাপেট লুম বলা হয়।

ট্রেডেলের সাথে যুক্ত এন্ট্রি ফ্রিকশন বৌলকে ট্যাপেটের সাহায্যে সজোরে আঘাত করে ঝাপকে নিয়ন্ত্রণের মাধ্যমে সেড তৈরী করে শাটেল যাতায়াতের ব্যবস্থা করাকে ট্যাপেট সেডিং বলে। ট্যাপেট সেডিং এর জন্য দুইটি থেকে সর্বোচ্চ বারটি ঝাঁপ নিয়ন্ত্রণ করা সম্ভব তবে ব্যবহারিক ক্ষেত্রে আটটির বেশি ঝাঁপ ব্যবহার করা হয় না ।

ট্যাপেট সেডিং ম্যাকানিজমের বর্ণনা- 
প্লেইন উইভের ক্ষেত্রে টানা সুতাকে দুইভাগে বিভক্ত করে জোড় সংখ্যক টানা সুতাকে এক সারি ঝাঁপে এবং বেজোড় সংখ্যক টানা সুতাকে অন্য সারির ঝাঁপের ভিতর দিয়ে নেওয়া হয়। ঝাঁপের উপরের প্রান্তকর্ড ও স্ট্যাপ (Strap) এর সাহায্যে টপ রোলারের সাথে যুক্ত এবং ঝাঁপের নিচের প্রাপ্তকর্ড ও রডের সাহায্যে ট্রেডেলের এক পাশের সাথে যুক্ত। ট্রেভেল দুইটির মাঝে দুইটি অ্যান্টিফ্রিকশন রোলার বা বউল আছে এবং ট্রেডেলের অপর প্রাস্তফালক্রাম (Fulcrum ) করা। অ্যান্টিফিকশন রোলার বা বউল দুইটির সংস্পর্শে আছে দুইটি ট্যাপেট। ট্যাপেট দুইটি বটম শ্যাফট থেকে গতি পায় এবং সর্বদা বিপরীত দিকে থাকে ।

কার্যপ্রণালি 
বটম শ্যাফট ঘূর্ণনের ফলে ট্যাপেট দুইটিও ঘুরতে থাকে। ট্যাপেট দুইটি পরস্পর বিপরীতভাবে বসানো থাকায় একটির নাক যখন উপরে থাকবে অপরটির নাক তখন নিচে থাকবে। যে ট্যাপেটের নাক নিচের দিকে থাকবে সে ট্যাপেটটি অ্যান্টি ফ্রিকশন বৌলকে নিচের দিকে চাপ দিবে ফলে ঐ বউলের ট্রেডেল লিভারটি নিচে নামবে এবং রড ও কর্ডের সাহায্যে এর সাথে যুক্ত ঝাঁপটিও নিচে নামবে। যেহেতু ঝাঁপের অপর প্রান্তটপ রোলারের সাথে যুক্ত আছে । সেহেতু এক সারি ঝাঁপ নিচে নামলে অপর সারির ঝাঁপ উপরে উঠবে । এরূপ এক সারি ঝাঁপ উপরে এবং অপর সারি ঝাঁপ নিচে থাকায় একটা সেড তৈরি হয়।

একটা সেড হবার পর দ্বিতীয় সেড হওয়ার জন্য একই নিয়মে নিচের ঝাঁপ উপরে এবং উপরের ঝাঁপ নিচে নামবে। এভাবে পর্যায়ক্রমে এক সারি ঝাঁপ উপরে এবং অন্য সারি ঝাঁপ নিচে উঠানামার মাধ্যমে ঝাঁপগুলির টানা সুতার মাঝে সেড তৈরি হতে থাকে।

ডবি সেডিং (Dobby shedding) -
ডবি একটি সেডিং ডিভাইস যা তাঁতের উপরে এক প্রান্তে স্থাপন করা হয়। যার সাহায্যে ট্যাপেটের তুলনায় অধিক হিল্ড শ্যাফটকে উঠানামা করিয়ে মাঝারি ধরনের ডিজাইন তৈরি করা সম্ভব হয়। ট্যাপেট লুমে যে ধরনের ডিজাইন করা সম্ভব হয় না আবার জ্যাকার্ড লুমেরও প্রয়োজন নেই ঐ সমস্ত ডিজাইনের কাপড় প্রস্তুত করার জন্য ডবি লুমের প্রয়োজন হয়।

হস্তচালিত লুমে ডবি ব্যবহার হয়। এক্ষেত্রে ডৰি দুই প্রকারের হয়। একটি কাঠের তৈরি ও অন্যটি লোহার তৈরি । কাঠের তৈরি বর্তমানে ব্যবহার হয় না বললেই চলে যা দেশি ডবি নামে পরিচিত। আর লোহার তৈরি ডবিকে বিলাতি ডবি বলে । বর্তমানে আমাদের দেশেই এই বিলাতি ডবি তৈরি হচ্ছে।

ডবির সুবিধা ট্যাপেট ও জ্যাকার্ডের মাঝামাঝি যখন ট্যাপেটের সাহায্যে হিল্ড শ্যাফটকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না অর্থাৎ ১২টির উপরে ঝাঁপ লাগে সে ক্ষেত্রে ডবি সেডিং এর সাহায্যে কাপড় তৈরি করা হয় । ডবির সাহায্যে সর্বোচ্চ ৪৮×৪৮ সুতার রিপিটের ডিজাইন করা সম্ভব। তবে ব্যবহারিক ক্ষেত্রে ১৬×১৬, ২০×২০, ২৪×২৪, ও ৩৬×৬ রিপিটের ডিজাইন করা হয়। বাণিজ্যিকভাবে ২০×২০ ও ২৪x২৪ ক্যাপাসিটির ভবি অধিক ব্যবহার হয় ।

ডবির ব্যবহার (Uses of Dobby)- 
০ কটন ইন্ডাস্ট্রিতে সাধারণত ২৪ শ্যাফটের ডবি ব্যবহার হয়। কোন কোন ক্ষেত্রে ১৬ কিংবা ২০ শ্যাফটের ডবি ব্যবহার হয়ে থাকে। 
০ যে সমস্ত বন্ধ শিল্পে ৩৬ শ্যাফটের ডবি আছে তার প্রায় অর্ধেক অংশ সিল্ক ও উলের প্যাটার্ন ডিজাইনের জন্য ব্যবহার হয় । 
o বড় ধরনের টুইল, সাটিন যা ট্যাপেটের সাহায্যে করা সম্ভব হয় না সে সব ডিজাইন ডবির সাহায্যে করা হয়। 
o বিভিন্ন ধরনের অলংকৃত বড় প্যাটার্ন তৈরিতেও ডবি ব্যবহার হয় ।

জ্যাকার্ড সেডিং (Jacquard shedding) 
জ্যাকার্ড একটি সেডিং ডিভাইজ যা লুমের উপরে বসানো থাকে। জ্যাকার্ড এর সাহায্যে হিল্ড শ্যাফট ছাড়া হার্নেস কর্ড, হুক এবং নিডেলের মাধ্যমে অধিক টানা সুতা উঠানামা করিয়ে সেড গঠন করা হয়। ১৮০০ খ্রিষ্টাব্দে জনৈক ফরাসি নাগরিক উইলিয়াম জ্যাকার্ড এই ডিভাইসটি আবিষ্কার করেন বলে তার নামানুসারে ডিভাইসটির নামকরণ জ্যাকার্ড করা হয়েছে। মূলত উক্ত ডিভাইসটি সিঙ্গেল লিফট্ জ্যাকার্ড ছিল কিন্তু কিছুটা আধুনিক সংস্করণ করে ডাবল লিফট করা হয়। বর্তমানে আধুনিক কম্পিউটারাইজড ডাবল লিফট ডাবল সিলিন্ডার জ্যাকার্ড প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। যে সকল ডিজাইন ডবির সাহায্যে করা সম্ভব হয় না সে সব ডিজাইনের ক্ষেত্রে জ্যাকার্ড ব্যবহার করা হয়। সাধারণত বড় ও জটিল ডিজাইনের ক্ষেত্রে জ্যাকার্ড সেডিং ডিভাইস ব্যবহার করা হয়। ডবির ক্ষেত্রে সর্বোচ্চ ৪৮টি বা ব্যবহারিক ক্ষেত্রে ৩৬টি ঝাঁপ ব্যবহার করা সম্ভব। কিন্তু জ্যাকার্ড এর ক্ষেত্রে ঝাঁপ ব্যবহার না করে টানা সুতাকে হার্নেসের মাধ্যমে উঠানামা করে সেড তৈরি করা সম্ভব। এক্ষেত্রে রিপিটে প্রায় ২০০০ পর্যন্ত টানা সুতা জ্যাকার্ড এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু কর্ডের সংখ্যা বেশি হলে এবং জায়গার সঙ্কুলান ও চালনা অসুবিধার জন্য ব্যবহারিক ক্ষেত্রে আরও কম রিপিটের টানা সুতাকে নিয়ন্ত্রণ করা হয়।

জ্যাকার্ডের ব্যবহার (Uses of Jacquard) 
০ খুব বড় ডিজাইন- যা ডবি দ্বারা সম্ভব নয়, এরূপ ক্ষেত্রে জ্যাকার্ড ব্যবহার হয় । 
o হস্তচালিত তাঁতে বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরির জন্য শুধু কাপড়ের পাড়ের ক্ষেত্রে জ্যাকার্ড ব্যবহার করা হয়। 
o বিভিন্ন ধরনের বড় প্যাটার্ন কাপড়ে ফুটিয়ে তুলতে জ্যাকার্ড ব্যবহার করা হয়।

Content added || updated By

অতিসংক্ষিপ্ত প্রশ্ন 
১. সেডিং মেকানিজম কাকে বলে? 
২. বটম ক্লোজ সেড বলতে কী বুঝায়? 
৩. সেন্টার ক্লজ সেড এর চিত্র অংকন করে দেখাও?
৪. ওপেন সেড এর সংজ্ঞা দাও?
৫. সেমি ওপেন সেড এর ব্যবহার লেখ।?
৬. ডবি সেডিং বলতে কী বুঝায়? 
৭. ডবি লুমে সর্বোচ্চ কয়টি ঝাঁপ ব্যবহার করা যায়? 
৮. সেডিংয়ে মূল কাজ কী? 
৯. মাকুর কাজ কী? 
১০. ক্লোজ সেড এর সংজ্ঞা দাও?

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. সেড এর শ্রেণি বিভাগ ছক আকারে দেখাও?
২. ওপেন সেড এর সুবিধা ও অসুবিধা সমূহ লেখ?
৩. ডবির ব্যবহার লেখ?
৪. জ্যাকার্ডের ব্যবহার লেখ?
৫. দুইটি সেডিং মেকানিজমের নাম লেখ?

রচনামূলক প্রশ্ন 
১. সেড এর শ্রেণিবিভাগসহ প্রত্যেক প্রকার সেড-এর বর্ণনা দাও?
২. ট্যাপেট সেডিং মেকানিজম চিত্রসহ বর্ণনা কর?
৩. শক্তিচালিত তাঁত ও হস্তচালিত তাঁতের মধ্যে পার্থক্য লেখ?
৪. ডবি ও জ্যাকার্ড সেডিং মেকানিজমের সুবিধা ও অসুবিধাগুলো লেখ?

Content added By
Promotion