পাঠ পরিচিতি

নবম-দশম শ্রেণি (দাখিল ২০২৫) - বাংলা সাহিত্য গদ্য | - | NCTB BOOK
41
41

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যা (১৯৯৪) উপন্যাসের অংশবিশেষ ‘রক্তে ভেজা একুশ'। ভাষা-আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে প্রত্যক্ষ অংশগ্রহণকারী ছাত্র ও পথশিশুর অভিব্যক্তি প্রকাশিত হয়েছে এ গল্পে। আন্দোলনে শামিল হয়ে পথশিশু অহি শহিদ হয়েছে এবং সকল মায়ের সন্তান হিসেবে নন্দিত হয়েছে। ‘রক্তে ভেজা একুশত গল্পটি ভাষা-আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি আমাদের ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করে । একই সঙ্গে উপস্থাপন করে যে, ভাষা আন্দোলন ছিল বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সম্মিলিত আন্দোলন ।

Content added By
Promotion