কবুতর চেনার উপায়
স্ত্রী এবং পুরুষ কবুতর চেনা বেশ কঠিন। তবে দীর্ঘদিন অবলোকনের পর চেনা সহজ হয়। কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে স্ত্রী এবং পুরুষ কবুতরকে পৃথক করা যায়।
পুরুষ কবুতর | স্ত্রী কবুতর |
১. তুলনামূলকভাবে আকারে বড়। ২. কবুতর দেখতে চটপটে এবং চঞ্চল। ৩. মলদ্বারে উঁচু মাংসল অংশ থাকে। ৪. স্ত্রী কবুতরকে ঘিরে ঘুরে ঘুরে ডাকে । ৫. ঠোঁট সামনের দিকে টানলে গলা নিজের দিকে নেয়ার চেষ্টা করে । ৬. দেহ চাকচিক্যপূর্ণ । | ১. আকারে পুরুষ কবুতরের চেয়ে ছোট। ২. দেখতে শান্ত এবং নমনীয় প্রকৃতির । ৩. মলদ্বারে উঁচু মাংসল অংশ থাকে না । ৪. এরা ঘুরে ঘুরে ডাকে না। ৫. ঠোঁট সামনের দিকে টানলে চুপ করে থাকে । ৬. দেহ চাকচিক্য নয় । |
আরও দেখুন...