প্রত্যয় দিয়ে শব্দ গঠন

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - | NCTB BOOK

শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন বাঘ+আ=বাঘা; দিন+ইক = দৈনিক; দুল্+অনা = দোলনা; কৃ+তব্য = কর্তব্য।

শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। উপরের উদাহরণে 'আ' ও 'ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'বাঘা' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।

অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে। কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। উপরের উদাহরণে, 'অনা' ও 'তব্য' হলো কৃৎপ্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।

প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণিপরিচয় বদলে যায়। নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলো:

প্রত্যয়

শব্দ গঠন

সাধিত শব্দ

প্রত্যয়ের ধরন

-অ

শিশু+অ

শৈশব

তদ্ধিত

জি+অ

জয়

কৃৎ

-অক

পঠ্‌+অক

পাঠক

কৃৎ

নিন্দ্‌+অক

নিন্দক

কৃৎ

-অট

দাপ+অট

দাপট

তদ্ধিত

কপ্+অট

কপট

কৃৎ

-অনা

দুল্+অনা

দোলনা

কৃৎ

খেল্+অনা

খেলনা

কৃৎ

-অনীয়

মান্+অনীয়

মাননীয়

কৃৎ

দৃশ্+অনীয়

দর্শনীয়

কৃৎ

-অন্ত

উড্+অন্ত

উড়ন্ত

কৃৎ

মহ্+অন্ত

মহন্ত

কৃৎ

-অম

কর্দ্‌+অম

কর্দম

কৃৎ

চর্+অম

চরম

কৃৎ

-আ

বাঘ+আ

বাঘা

তদ্ধিত

পড়ু+আ

পড়া

কৃৎ

শুন্‌+আ

শোনা

কৃৎ

-আই

ঢাকা+আই

ঢাকাই

তদ্ধিত

সিল্+আই

সেলাই

কৃৎ

-আও

ঘির্+আও

ঘেরাও

কৃৎ

পাকডু+আও

পাকড়াও

কৃৎ

-আন

গাড়ি+আন

গাড়োয়ান

তদ্ধিত

শী+আন

শয়ান

কৃৎ

-আনা

বিবি+আনা

বিবিয়ানা

তদ্ধিত

মুনশি+আনা

মুনশিয়ানা

তদ্ধিত

-আনি

বাবু+আনি

বাবুয়ানি

তদ্ধিত

শুন্‌+আনি

শুনানি

কৃৎ

-আনো

বেত+আনো

বেতানো

তদ্ধিত

চাল্+আনো

চালানো

কৃৎ

-আমি

পাগল+আমি

পাগলামি

তদ্ধিত

ছেলে+আমি

ছেলেমি

তদ্ধিত

-আরি

ভিখ+আরি

ভিখারি

তদ্ধিত

ধুন+আরি

ধুনারি

তদ্ধিত

-আরু

বোমা+আরু

বোমারু

তদ্ধিত

খোঁজ্‌+আরু

খোঁজারু

কৃৎ

-আল

ঘাট+আল

ঘাটাল

তদ্ধিত

মাত্+আল

মাতাল

কৃৎ

-আলো

জমক+আলো

জমকালো

তদ্ধিত

রস+আলো

রসালো

তদ্ধিত

-ই

চাষ+ই

চাষি

তদ্ধিত

ভাজ্‌+ই

ভাজি

কৃৎ

-ইক

দিন+ইক

দৈনিক

তদ্ধিত

চরিত্র+ইক

চারিত্রিক

তদ্ধিত

-ইয়া

জাল+ইয়া

জালিয়া > জেলে

তদ্ধিত

গা+ইয়া

গাইয়া > গাইয়ে

কৃৎ

-ইল

পঙ্ক+ইল

পঙ্কিল

তদ্ধিত

সল্+ইল

সলিল

কৃৎ

-ইষ্ণু

চল্+ইষ্ণু

চলিষ্ণু

কৃৎ

সহ্+ইষ্ণু

সহিষ্ণু

কৃৎ

-ঈ (ইন্‌)

প্রাণ+ঈ

প্রাণী

তদ্ধিত

স্থা+ঈ

স্থায়ী

কৃৎ

-ঈ 

নর+ঈ

নারী

তদ্ধিত

ছাত্র+ঈ

ছাত্রী

তদ্ধিত

-ঈন

গ্রাম+ঈন

গ্রামীণ

তদ্ধিত

সর্বজন+ঈন

সর্বজনীন 

তদ্ধিত

-ঈয়

রাষ্ট্র+ঈয়

রাষ্ট্রীয়

তদ্ধিত

মিশর+ঈয়

মিশরীয়

তদ্ধিত

-উ

ঢাল+উ

ঢালু

তদ্ধিত

ঝাড়ু+উ

ঝাড়ু

কৃৎ

-উক

পেট+উক

পেটুক

তদ্ধিত

মিশ্+উক

মিশুক

কৃৎ

-উড়

গর+উড়

গরুড়

তদ্ধিত

লেজ+উড়

লেজুড়

তদ্ধিত

-উয়া

মাছ+উয়া

মাছুয়া

তদ্ধিত

পড়ু+উয়া

পড়ুয়া

কৃৎ

-ওয়া

ঘর+ওয়া

ঘরোয়া

তদ্ধিত

লাগ্+ওয়া

লাগোয়া

কৃৎ

-ওয়ালা

বাড়ি+ওয়ালা

বাড়িওয়ালা

তদ্ধিত

রিকশা+ওয়ালা

রিকশাওয়ালা

তদ্ধিত

-ক

ফলা+ক

ফলক

তদ্ধিত

চড়ু+ক

চড়ক

কৃৎ

-কর

বাজি+কর

বাজিকর

তদ্ধিত

কারি+কর

কারিকর

তদ্ধিত

-খানা

ছাপা+খানা

ছাপাখানা

তদ্ধিত

ডাক্তার+খানা

ডাক্তারখানা

তদ্ধিত

-ড়া

গাছ+ড়া

গাছড়া

তদ্ধিত

চাম+ড়া

চামড়া

তদ্ধিত

-ত

মুচ্+ত

মুক্ত

কৃৎ

জ্ঞা+ত

জ্ঞাত

কৃৎ

-তব্য

কৃ+তব্য

কর্তব্য

কৃৎ

দা+তব্য

দাতব্য

কৃৎ

-তম

আশি+তম

আশিতম

তদ্ধিত

দীর্ঘতম

দীর্ঘতম

তদ্ধিত

-তর

এমন+তর

এমনতর

তদ্ধিত

অশ্ব+তর

অশ্বতর

তদ্ধিত

-তা

শত্রু+তা

শত্রুতা

তদ্ধিত

বহ্+তা

বহতা

কৃৎ

-তি

চাক+তি

চাকতি

তদ্ধিত

কাট্+তি

কাটতি

কৃৎ

-ত্ব

কবি+ত্ব

কবিত্ব

তদ্ধিত

সতী+ত্ব

সতীত্ব

তদ্ধিত

-ত্র

ছদ্‌+ত্র

ছত্র

কৃৎ

নী+ত্র

নেত্র

কৃৎ

-থ

চতুর্+থ

চতুর্থ

তদ্ধিত

কাশ+থ

কাষ্ঠ

কৃৎ

দার

অংশী+দার

অংশীদার

তদ্ধিত

চুড়ি+দার

চুড়িদার

তদ্ধিত

-ন

নাতি+ন

নাতিন

তদ্ধিত

-না

রাঁধ+না

রান্না

কৃৎ

কাঁদ্+না

কান্না

কৃৎ

-পনা

গিন্নি+পনা

গিন্নিপনা

তদ্ধিত

বেহায়া+পনা

বেহায়াপনা

তদ্ধিত

-বর

স্থা+বর

স্থাবর

কৃৎ

চত্‌+বর

চত্বর

কৃৎ

-বাজ

ধান্দা+বাজ

ধান্দাবাজ

তদ্ধিত

ধোঁকা+বাজ

ধোঁকাবাজ

তদ্ধিত

-বান

দয়া+বান

দয়াবান

তদ্ধিত

জ্ঞান+বান

জ্ঞানবান

তদ্ধিত

-মান

বুদ্ধি+মান

বুদ্ধিমান

তদ্ধিত

বৃদ্‌+মান

বর্ধমান

কৃৎ

-য

সুন্দর+য

সৌন্দর্য

তদ্ধিত

কৃ+য

কার্য

কৃৎ

-র

মধু+র

মধুর

তদ্ধিত

নম্+র

নম্র

কৃৎ

-ল

দীঘ+ল

দীঘল

তদ্ধিত

অম্+ল

অম্ল

কৃৎ

-লা

মেঘ+লা

মেঘলা

তদ্ধিত

হাম্+লা

হামলা

কৃৎ

-সই

মানান+সই

মানানসই

তদ্ধিত

চলন+সই

চলনসই

তদ্ধিত

-সে

পানি+সে

পানসে

তদ্ধিত

ফিকা+সে

ফ্যাকাসে

তদ্ধিত

প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময়ে বদলে যায়, যেমন -

অবজ্ঞা অর্থে: চোর চোরা, বৃহৎ অর্থে: ডিঙি ডিঙা, সদৃশ অর্থে: বাঘ বাঘা, আগত অর্থে: দখিন দখিনা, আদর অর্থে: কানু কানাই, জাত অর্থে: ঢাকা ঢাকাই, ভাব অর্থে: ইতর ইতরামি, নিন্দা অর্থে: জেঠা জেঠামি, ভাব অর্থে: বাহাদুর বাহাদুরি, পেশা অর্থে: ডাক্তার ডাক্তারি, মালিক অর্থে: জমিদার জমিদারি, উপকরণ অর্থে: মাটি মেটে, নৈপুণ্য অর্থে: না নেয়ে, রোগগ্রন্ত অর্থে বাত বেতো, যুক্ত অর্থে: টাক টেকো, সংশ্লিষ্ট অর্থে: গাঁ গেঁয়ো।

Content added By

অনুশীলনী

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে? ক. কৃৎ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয় গ. কৃদন্ত শব্দ ঘ. তদ্ধিতান্ত পদ 

২. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে? ক. প্রত্যয় খ. প্রকৃতি গ. মৌলিক শব্দ ঘ. তদ্ধিতান্ত শব্দ 

৩. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? ক. খেলনা খ. নাগর গ. গমন ঘ. পড়া 

৪. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? ক. প্রত্যয় খ. উপসর্গ গ. শব্দ ঘ. বচন 

৫. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? ক. ভাজি খ. বিবাহিত গ. দৈনিক ঘ. পাগলামি 

৬. নিচের কোন শব্দটি 'উয়া' প্রত্যয় যোগে গঠিত? ক. লাগোয়া খ. ঘরোয়া গ. পড়ুয়া ঘ. বাড়িওয়ালা 

৭. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? ক. কানাই খ. গেঁয়ো গ. চোরা ঘ. বেতো

Content added By
Promotion