প্রেসার কাট-আউট অ্যাডজাস্টিং একটা গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়। প্লান্টে ব্যবহৃত হিমায়কের চাপের উপর প্রেসার কন্ট্রোলের অ্যাডজাস্টমেন্ট নির্ভর করে। একই হিমায়কের বিভিন্ন তাপমাত্রার জন্য কাট-আউটে ভিন্ন স্প্লি কাট-আউট ও ডিফারেন্সিয়াল প্রেসার সেট করতে হয়। আবার এ অ্যাডজাস্টমেন্ট ভিন্ন ভিন্ন কাট-আউটের জন্য ও বিভিন্ন রকম। যেমন- লো প্রেসার কাট-আউটে প্রেসার রেটিং থাকে দু'টি। একটা কাট- ইন বা অন প্রেসার আর অপরটা ডিফারেন্সিয়্যাল প্রেসার। সিস্টেমের সাকশন প্রেসার অনুযায়ী এর কাট-আউট অর্থাৎ ডিফারেন্সিয়াল প্রেসার সেট করা হয়। হাই প্রেসার কাট-আউটে সাধারণত শুধু কাট-আউট প্রেসার সেটিং করতে হয়। এক্ষেত্রে নির্মাতাই কর্তৃক ডিফারেন্সিয়্যাল প্রেসার সেট করা হয় ।
উল্লেখ্য যে, প্রেসার কাট-আউটে যথাক্রমে সাকশনের পরিমিত ও অতি নিম্নচাপ এবং ডিসচার্জের পরিমিত ও অতি উচ্চচাপ পার্থক্যের উপর নির্ভর করে কাট-আউট ও ডিফারেন্সিয়্যাল সংখ্যামান সেট করা হয়। এ কাজের জন্য স্ক্রু ড্রাইভার দিয়ে কার্ট আউটের অ্যাডজাস্টিং ক্রুকে ঘুরিয়ে মেইন স্কেলের ও ডিফারেন্সিয়াল স্কেলের পয়েন্টার প্রয়োজনীয় সংখ্যার উপর উপস্থাপন করা হয়।
আরও দেখুন...