বসন্তকাল

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - প্রথম অধ্যায় | | NCTB BOOK
1

বাংলাদেশে ষট্ ঋভবঃ সন্তি। তেষু বসন্ত এর শ্রেষ্ঠঃ । স ঋতুরাজ ইতি উচ্যতে। শীতাং পরং বসন্তঃ
সমায়াতি। অস্মিন্ কালে পৃথিবী অতীব শোভাময়ী ভবতি। বৃক্ষেষু জায়তে নবানি পত্রাণি। কাননে উদ্যানে চ
বিচিত্রাণি পুষ্পাণি বিকশক্তি। সুগন্ধঃ বায়ুর্বাতি। সরোবরস্য জলং ভবতি নির্মলম্। অত্র প্রস্ফুটন্তি মনোহরাণি
কমলানি। মধুকরাঃ গুঞ্জপ্তি সানন্দম্। তে পুষ্পেত্যো মধু আহরন্তি রচয়ন্তি চ মধুচক্রম্। দক্ষিণস্যাঃ দিশো বহুতি
মলয়পবনঃ বিহগাঃ কূজন্তি মধুরম্। কোকিলাঃ মধুরেণ কুহুরবেন মুখরস্তি দশ দিশঃ। অস্মিন কালে
ফাল্গুনী পূর্ণিমায়াং ভবতি দোলোৎসবঃ। তদা সর্বে অনুভবস্তি আনন্দম্ । অতো ভগবান্ শ্রীকৃষ্ণঃ অবদৎ, “অহং
ঋভূনাং কুসুমাকরঃ।"

অনুশীলনী

শব্দার্থ :

ঋতবঃ
-
ঋতুসমূহ। শোভাময়ী — সুন্দরী। বৃক্ষেষু — বৃক্ষসমূহে। জায়তে
-
-
হয়। মধুকরাঃ - মৌমাছিরা মধুচক্রম – চৌমাক। তদা - তখন। কুসুমাকরঃ
-
জন্মে। ৰাতি
বসন্ত ।
প্রবাহিত

ব্যাকরণ

(ক) সন্ধি বিচ্ছেদ :

বায়ুৰাতি = বায়ুঃ + বাতি। দোলোৎসবঃ = দোল + উৎসবঃ। পুষ্পেভ্যো মধু = পুষ্পেভ্যঃ + মধু। অত্তো
ভগবান = অতঃ + ভগবান্ । কুসুমাকরঃ= কুসুম + আকরঃ।

(খ) কারণসহ বিভক্তি নির্ণয় :

তেষু – নির্ধারণে ৭মী। বৃক্ষেষু - অধিকরণে ৭মী। সরোবরস্য- সম্বন্ধে ৬ষ্ঠী। পুষ্পেভ্যঃ
-
৫মী। মধুচক্রম্ – কর্মে ২য়া। মধুরম্ - ক্রিয়াবিশেষণে ২য়া। ঋতুনাং – নির্ধারণে ৬ষ্ঠী।
-
-
অপাদানে

(গ) ব্যাসবাক্যসহ সমাসের নাম :

ঋতুরাজঃ – ঋতুনাং রাজা (৬ষ্ঠী তৎ)। সুগন্ধঃ সু (শোভনঃ) গন্ধঃ যস্য সঃ (বহুব্রীহি)। মধুকরাঃ-
-
মধু কুর্বন্তি যে (উপপদতৎ)। কুসুমাকরঃ - কুসুমস্য আকরঃ (৬ষ্ঠী তৎ)।

প্রশ্নমালা

সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) ঋতুরাজ বলা হয় বর্ষাকে/শরথকে/ হেমন্তকে/বসন্তকে।

(খ) বসন্তকালে মনোহর কমল প্রস্ফুটিত হয় সরোবরে/নদীতে/সমুদ্রে গোস্পদে।

(গ) দোলোৎসব হয় চৈত্র মাসের / ফাল্গুন মাসের /মাদ মাসের / আশ্বিন মাসের পূর্ণিমায়।

(ঘ) কোকিলের শব্দকে বলা হয় শ্লেষা/ কুহু/বৃংহণ/কুঞ্জন।

(ঙ) শ্রীকৃষ্ণ বলেছেন, “ঋতুসমূহের মধ্যে আমি শরৎ হেমন্ত/শীত/কুসুমাকর।"

শূন্যস্থান পূরণ কর :

বাংলাদেশে ষট্

পরং বসন্তঃ সমায়াতি।

বৃক্ষে
-
নবানি পত্রাণি ।

— জলং ভবতি নির্মলম্।

তে —— মধু আহরস্তি।

বাক্য গঠন কর :

বসন্তঃ পত্রাণি, বিকশক্তি, বিহগাঃ, শ্রীকৃষ্ণঃ।

৪। শব্দার্থ লেখ :

কুসুমাকরঃ, জায়তে, বৃক্ষে, বাতি, ঋতবঃ।

সন্ধি বিচ্ছেদ কর :

দোলোৎসবঃ, অতো ভগবান, বায়ুর্বাতি, কুসুমাকরঃ।

10
কারণসহ বিভক্তি নির্ণয় কর :

পুষ্পেভাঃ, মধুরম্, ঋতুনাং, মধুচক্রম, সরোবরসা।

91
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :

কুসুমাকরঃ, ঋতুরাজা, সুগন্ধঃ, মধুকরাঃ ।

(খ)

৮। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও :

(ক) কোন ঋতুকে ঋতুরাজ বলা হয়?

(খ) কখন বসন্তের সমাগম হয়?

(গ) বসন্তকালে সরোবরের জল কেমন হয়?

(ঘ) মধুকর কোথা থেকে মধু আহরণ করে?

(ঙ) মলয়পবন কোন দিক থেকে প্রবাহিত হয়?

বামপাশের পদগুলোর সঙ্গে ডান পাশের পদগুলো সাজিয়ে লেখ :

কুজন্তি

অবদৎ

বসন্তঃ

শ্রীকৃষ্ণঃ

ঋতবঃ

দোলোৎসবঃ

ঋতুরাজঃ

বিহগাঃ

ভবতি

১০।

বাংলায় অনুবাদ কর :

(ক) অস্মিন্ কালে
বিকশক্তি

(খ) মধুকরাঃ
মলয়পবনঃ।

(গ) অস্মিন্ কালে

১১। বাংলা ভাষায় বসন্তকালের বর্ণনা দাও।

কুসুমাকরঃ।

 

Content added By
Promotion