সেকশান অংকনে করণীয় বিষয় সমুহ
১. যে বন্ধুর সেকশন ভিউ অংকতে হবে, প্রথমে সেই বন্ধুর টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ অংকন করতে হবে।
২. টপ ভিউ-এর কাঙ্খিত স্থানে কর্তন ভল রেখা ( Cutting plane line) স্থাপন করতে হবে ।
৩. হিডেন লাইনে কর্তন তলে পড়লে তার পরিবর্তে বাউন্ডারী লাইন দিতে হবে।
৪. ফ্রন্ট ভিউ এর সীমাবদ্ধ তলকে বস্তুর জন্য সুনির্দিষ্ট হ্যাচ প্যাটার্ন দ্বারা পূরন করতে হবে।
ফুল সেকশান হাফ সেকশান এবং অফসেট সেকশনের বর্ণনা:
ফুল সেকশান:
কোন বস্তুকে আনুভূমিক বা উলম্ব তল বরাবর সমান দুই খন্ডে বিরক্ত করে বা কেটে সামনের অংশটি সরিয়ে নিলে পিছনের অংশ সামনে থেকে দেখলে যা দেখা যায় তাকে ফুল সেকশনে বলে। চিত্রে একটি ফুল সেকশান দেখানো হয়েছে।
আরও দেখুন...