বিভিন্ন ধর্মীয় উৎসবে সহাবস্থান

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | | NCTB BOOK
17
17

উপহার ৫২

বিভিন্ন ধর্মীয় উৎসবে সহাবস্থান

প্রিয় শিক্ষার্থী, সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সমবেত প্রার্থনার মাধ্যমে শ্রেণি কার্যক্রম শুরু করো।

তোমরা এ সেশনে বিভিন্ন ধর্মীয় উৎসবের আলোকে কয়েকটি দলে ভাগ হবে। প্রত্যেক দলের জন্যে একজন করে দলনেতা নির্বাচন করবে। তোমরা একটি খেলায় অংশগ্রহণ করবে। খেলার জন্যে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে শিক্ষক তোমাদের বলবেন। তিনি তোমাদের খেলার কাজে ব্যবহৃত উপকরণ সরবরাহ করবেন।

 

 

চিরকুটের খেলা

শিক্ষক তোমাদের জন্যে চিরকুটে চারটি প্রশ্ন লিখে রাখবেন। নমুনা প্রশ্নগুলো নিম্নরূপ-

 

১. ধর্মীয় উৎসবে লোকেরা কী কী করে? 

২. আমাদের সমাজে ধর্মীয় উৎসবের গুরুত্ব কী? 

৩. ধর্মীয় উৎসবগুলো কীভাবে লোকদের একত্রিত করে? 

৪. মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় ধর্মীয় উৎসবগুলোর ভূমিকা কী?

 

তোমরা দলে বসে চিরকুটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। আলোচনার শেষে দলনেতাগণ প্রশ্নগুলোর উত্তর পোস্টার পেপারে লিখে শ্রেণিকক্ষের উপযুক্ত স্থানে ঝুলিয়ে রাখো। প্রতিটি দল অন্যদলের লেখা পড়ো। বিভিন্ন ধর্মীয় উৎসব সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় যে ভূমিকা রাখছে- তার একটি তালিকা তৈরি করে শ্রেণিকক্ষে দলগতভাবে উপস্থাপন করবে।

 

দলের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনার মাধ্যমে সেশনটি শেষ করো।

Content added || updated By
Promotion