বিশ্বের বিভিন্ন বাসভবন ও সচিবালয়

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
2

বিশ্বের বিভিন্ন বাসভবনের অবস্থান 

ব্লু হাউজ- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন।  

হোয়াইট হাউজ -   যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াসিংটন ডিসিতে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন। 

জনপদ রোড - ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

এলিসি প্রাসাদ - ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

মালকানাং প্রাসাদ - ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

১০ নং ডাউনিগ্ন স্ট্রিট - ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

১১ নং ডাউনিং স্ট্রিট- ইংল্যান্ডের অর্থমন্ত্রীর সরকারি বাসভবন।

প্লানলেট প্রাসাদ - ব্রাজিলের রাজধানী রিওডোজেনিরোতে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

মিরাফ্লোরাম - ভেনিজুয়েলার কারাকাসে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

টেম্পল ট্রি-  শ্রীলংকার কলম্বো অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

মারদেকা প্রাসাদ - ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্টের সরকারি বাসভবন 

পোডালা প্রাসাদ - তিব্বতের লাসাতে অবস্থিত আধ্যাত্মিক প্রধান দালাইলামার বাসভবন।

বাকিংহাম প্যালেস - বৃটিনের রানীর স্থায়ী বাসভবন।

ব্লেয়ার হাউজ - আমেরিকার ওয়াসিংটনে অবস্থিত রাষ্ট্রীয় অতিথিশালা ।

 

বিভিন্ন দেশের সচিবালয

পেন্টাগন

  • মার্কিন প্রতিরক্ষা বিভাগের পৃথিবীর বৃহত্তম সদর দপ্তর ।
  • বর্তমান অবস্থান- ভার্জিনিয়া (১৯৪৩ সালে প্রতিষ্ঠিত)।

ক্রেমলিন 

  •  রাশিয়ান সরকারের সচিবালয় ও প্রাক্তন জার সম্রাটদের বাসভূমি ছিল।
  •  বর্তমান অবস্থান- মস্কো, রাশিয়া।

হোয়াইট হল- বৃটিশ সরকারের কার্যালয়, বর্তমান অবস্থান- লন্ডন ।

বুশ হাউজ- বিবিসির প্রধান কার্যালয়, বর্তমান অবস্থান- লন্ডন।

ক্যাপিটাল হিল- ক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন, বর্তমান অবস্থান- ওয়াসিংটন ডিসি। 

ওভাল অফিস- আমেরিকান প্রেসিডেন্টের সরকারি কার্যালয়, বর্তমান অবস্থান- ওয়াসিংটন ডিসি।

সিংহ দরবার- নেপাল সরকারের কার্যালয়, বর্তমান অবস্থান- কাঠমন্ডুতে ।

রাইটার্স বিল্ডিং-  ভারতের পশ্চিম বঙ্গ সরকারের সচিবালয়। বর্তমান অবস্থান- কলকাতা । 

ফ্লাসিং মিডোস- জাতিসংঘের মূল সভাকেন্দ্রস্থল। বর্তমান অবস্থান- নিউইয়র্ক।

কুবে প্যালেস-  মিশর সরকারের সচিবালয়। বর্তমান অবস্থান- কায়রো।

শান্তি প্রাসাদ- আন্তর্জাতিক বিচারালয় ভবন। বর্তমান অবস্থান- নেদারল্যান্ডসের হেগ শহর।

 

Content added By
Promotion