ব্যাংক হিসাব পরিচালনা

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ফিন্যান্সিয়াল কাস্টমার সার্ভিসেস-১ - ব্যাংক হিসাব | | NCTB BOOK
4

ব্যাংক হিসাব খোলার পর তা পরিচালনার মাধ্যমে প্রতিনিয়ত ব্যাংকের সাথে গ্রাহকের লেনদেন, যোগাযোগ এবং সম্পর্ক গড়ে ওঠে। সাধারণত টাকা জমা ও তোলার মাধ্যমে হিসাব পরিচালনা করা হয়। নিচে ব্যাংক হিসাব পরিচালনার নিয়ম বর্ণনা করা হলো-

১. ব্যাংকে টাকা জমা রাখার নিয়ম (Rules of depositing money in bank account): হিসাব খেলার পর ব্যাংক গ্রাহককে একটি জমার রসিদ বই বিনামূল্যে সরবরাহ করে। আমানতকারী ব্যাংকের সরবরাহ করা জমা রসিদের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখেন। টাকা জমা দেওয়ার রসিদে আমানতকারীর নাম, তারিখ, হিসাব নম্বর এবং টাকার পরিমাণ উল্লেখ করতে হয়। জমাকারী এ রসিদে নিজের নাম স্বাক্ষর করে ব্যাংক কর্মকর্তার কাছে জমা দেন। ব্যাংক কর্মকর্তা টাকা সংগ্রহ করে এ রসিদে স্বাক্ষর করে এর একটি অংশ জমাকারীকে ফেরত দেন। অন্য অংশ ব্যাংক রেখে দেয়। এভাবে জমা রাখা টাকা আমানতকারীর হিসাবে ক্রেডিট করা হয়।

চিত্র : টাকা জমা দেওয়ার রসিদের নমুনা

২. ব্যাংক থেকে টাকা তোলার পদ্ধতি (Procedure of withdrawing money from bank): ব্যাংকে হিসাব খোলার পর চলতি ও সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক আমানতকারীকে চেক বই সরবরাহ করে। আমানতকারী চেক বই থেকে একটি পাতা পূরণ করে প্রয়োজন অনুযায়ী তার হিসাবে জমাকৃত টাকা তুলতে পারেন। চেকের পাতায় তারিখ, টাকার পরিমাণ ( অঙ্ক ও কথায়) লিখতে হয়। তারপর নির্দিষ্ট স্থানে স্বাক্ষর (আমানতকারীর) করে ব্যাংক কর্মকর্তার কাছে জমা দিতে হয়। ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষার পর চেকে কোনো রকম ভুল-ত্রুটি না পেলে অর্থ পরিশোধে বাধ্য থাকে। তুলে নেওয়া টাকা আমানতকারীর হিসাবে ডেবিট করা হয়।

চিত্র : একটি চেকের পাতার নমুনা
Content added || updated By
Promotion