ভারত

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
1
  • ভারতের রাষ্ট্রীয় নাম Republic of India
  • রাজধানীঃ নয়াদিল্লি
  • ভাষাঃ হিন্দি, ইংলিশ
  • মুদ্রাঃ রুপি

মৌলিক তথ্য

ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। ভারতের সীমান্তবর্তী দেশের সংখ্যা ৭টি যথা: বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন ও আফগানিস্তান। ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট ভারত ডোমিনিয়ন রাষ্ট্র হিসেবে ব্রিটিশ শাসনজাল থেকে মুক্তিলাভ করে । একই সঙ্গে দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের মুসলমান-অধ্যুষিত অঞ্চলগুলি লাহোর প্রস্তাবের ভিত্তিতে বিভক্ত হয়ে গঠ করে পাকিস্তান রাষ্ট্র। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি নতুন সংবিধান প্রবর্তনের মধ্য দিয়ে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। বর্তমানে ভারত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ওয়েস্টমিনিস্টার-ধাঁচের 'আধা-যুক্তরাষ্ট্রীয় সংসদ সরকার ব্যবস্থা বিদ্যমান আছে।

জেনে নিই

  • দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ - ভারত
  • ভারত স্বাধীন লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
  • ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয়- ১৯৫০ সালে।
  • ভারতের জাতীয় দিবস- ২৬ জানুয়ারী।
  • স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন- লর্ড মাউন্ট ব্যাটেন।
  • পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয়- ভারতকে।
  • ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত করা হয় ১৯১২।
  • ভারতের পার্লামেন্ট হচ্ছে -দ্বিকক্ষবিশিষ্ট; উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা।
  • ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভার নাম- বিধানসভা।
  • ভারতের লোকসভা মোট আসন- ৫৪৫ টি - ৫৪৩ টি নির্বাচিত, ২ টি সংরক্ষিত।
  • ভারতে প্রথম লোকসভা গঠিত হয়- ১৯৫২ সালে।
  • ভারতের মোট রাজ্য- ২৮টি। কেন্দ্রশাসিত রাজ্য- ৮টি। সর্বশেষ রাজ্য- তেলেঙ্গানা (২৮তম)।
  • ভারতের বিখ্যাত ‘আনন্দ ভাবনটি অবস্থিত- এলহাবাদে।
  • ভারতের গোলযোগপূর্ণ “অনন্তবার্গ শহরটি" কাশ্মীরে অবস্থিত।
  • ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু।
  • সরোজিনী নাইডু ভারতীয় কোকিল বা দ্য নাইটেঙ্গেল অব ইন্ডিয়া নামে পরিচিত।
  • ভারতের রাজ্যস্থানের জয়শলমারী শহরকে গোল্ডর্সিটি বা স্বর্ণ শহর বলা হয়।
  • ভারতের বিখ্যাত 'তিনমূর্তি ভবনটি' নয়াদিল্লিতে অবস্থিত।
  • JKLF ভারতের কাশ্মীরের সশস্ত্র সংগঠন।
  • ঐতিহাসিক 'বাবরী মসজিদ' ভারতের অযোধ্যায় অবস্থিত (উত্তর প্রদেশ)।
  • বাবরী মসজিদ নির্মাণ করে সম্রাট বাবর ১৫২৭ সালে।
  • একটি উগ্র হিন্দু জঙ্গিগোষ্ঠী বারবী মসজিদ ধ্বংস করে- ৬ ডিসেম্বর ১৯৯২ সালে।
  • ভারতের বৃহত্তম শিল্প- বস্ত্র শিল্প।
  • ভারতের নিরাপত্তা বাহিনী মণিপুরে যে অভিযান চালায় তাকে অপারেশন ব্লু বার্ড বলে।
  • ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী
  • ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর।
  • ভারত পাকিস্তানের মধ্যে মোট ৪ বার যুদ্ধ হয়- ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে।
  • কাশ্মীর নিয়ে ভারত- চীনের মধ্যে ১৯৬২ সালে একবার যুদ্ধ হয়েছে।
  • ভারতের কোন রাজ্য নিয়ে চিনের সাথে বিরোধ আছে- অরুণাচল।
  • বিতর্কিত 'সিয়াচেন হিমবাহ' জায়গাটি অবস্থিত- (ভারত-পকিস্তান) সীমান্তে।

আরও কিছু তথ্য

  • সর্বশেষ ভারতের কেন্দ্র শাসিত রাজ্য হচ্ছে হচ্ছে- জম্মু ও কাশ্মীর।
  • ভারতের সর্বশেষ ঘোষিত ৩টি রাজ্য হচ্ছে যথাক্রমে- উত্তরাঞ্চল, ঝারখন্ড এবং তেলেঙ্গানা।
  • তেলেঙ্গানা রাজ্যটি অন্ধপ্রদেশের অংশ ছিলো। তেলেঙ্গানার রাজধানী করা হয়- হায়দ্রাবাদ।
  • পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল ভারতের চেরাপুঞ্জি (মেঘালয়) ।
  • ভারতের সিকিম রাজ্যের রাজধানীর- সাম গ্যাংকট।
  • ভূস্বর্গ বলা হয়- কাশ্মীরকে । হুগলী নদীর তীরে অবস্থিত- কলকাতা ।
  • ইলোরা ও অজান্তা গুহার অবস্থান- মহারাষ্ট্র রাজ্যে।
  • হিমালয়ের উদ্যান বলা হয়- সিকিমকে ।
  • গোলাপীর শহর নামে পরিচিত- জয়পুর।
  • জে. কে. এল. এফ কোথাকার সশস্ত্র সংগঠন- ভারতের কাশ্মীর।
  • আসামে বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠনটির নাম হচ্ছে- উলফা।
  • ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন- ড. রাজেন্দ্র প্রসাদ।
  • ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল (১২ তম)।
  • ভারতের ২য় নিবার্চিত ও ১ম দলিত সম্প্রদায়ের নারী রাষ্ট্রপতি হলেন- দ্রৌপদী মুর্মু (১৫ তম রাষ্ট্রপতি )
  • ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতির নাম- জৈল সিং।
  • ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
  • ভারতের সবচেয়ে সফল ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি- ড. জাকির হোসেন (তৃতীয় তম)।
  • বেফোর্স কেলেঙ্কারিতে জড়িয়ে পরেন- রাজিব গান্ধী।
  • ২১ মে ১৯৯১ সালে একটি নির্বাচনী প্রচারকালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন- রাজীব গান্ধী
  • রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী LTTE এর সদস্য মহিলার নাম- নলিনী।
  • ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাম- এয়ার ইন্ডিয়া বোয়িং।
  • ভারতের প্রধানমন্ত্রী বাসভবনের নাম- নিরাপদ ভবন (নয়াদিল্লির ঐতিহাসিক রোড ফোর্টে অবস্থিত নিরাপদ ভবন কিন্তু এর অফিসিয়াল নাম- পঞ্চবটী)
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

মধ্য প্রদেশ
উত্তর প্রদেশ
পশ্চিমবঙ্গ
রাজস্থান

Read more

Promotion