ভারত-পাকিস্তান যুদ্ধ (India-Pakistan War)

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
1

প্রথম যুদ্ধ (১৯৪৭-৪৯)

  • যুদ্ধ বিরতি কার্যকর: ০১ জানুয়ারি, ১৯৪৯ সাল 
  • যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া রেজুল্যেশনের মাধ্যমে
  • Line of Control বা নিয়ন্ত্রণ রেখা কার্যকর হয়। 
  • ভারতের নিয়ন্ত্রণে: কাশ্মীর উপত্যকা, জম্মু ও লাদাখ
  • পাকিস্তানের নিয়ন্ত্রণে: আজাদ কাশ্মির এবং গিলগিট, বালভিস্তান (ঝিলঝি বালতিস্তান)

 

দ্বিতীয় যুদ্ধ (১৯৬৫-৬৬)

  • অস্ত্রবিরতি কার্যকর: ১০ জানুয়ারি, ১৯৬৬ (তাসখন্দ চুক্তির মাধ্যমে) 
  • স্বাক্ষরিত হয়: তাসখন্দ, উজবেকিস্তান ( মধ্যস্থতা, রাশিয়া)
  • স্বাক্ষর করেন: ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান

 

তৃতীয় যুদ্ধ (০৩ ডিসেম্বর, ১৯৭১)

  • প্রথম যুদ্ধ ঘোষণা করে ভারত
  • সমাপ্তি: ০২ জুলাই, ১৯৭২ সালে সিমলা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ৯৩ হাজার যুদ্ধবন্দি হস্তান্তরে এটির সমাধান হয়।

 

চতুর্থ যুদ্ধ (১৯৯৯)

  • অন্য নাম: কারগিল যুদ্ধ
Content added By
Promotion