মর্যাদা অনুযায়ী সর্বনর্বাম ও ক্রিয়া

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - বাংলা - মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি | | NCTB BOOK
21
21

তুমি, আপনি, তুই, সে, তিনি, ও-এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ নামের বদলে বসে। সর্বনাম মূলত তিন ধরনের: 

           ১. সাধারণ সর্বনাম

           ২. মানী সর্বনাম

৩. ঘনিষ্ঠ সর্বনাম 

তুমি বলা যায় ভাই-বোনকে, ঘনিষ্ঠজনকে, বাবা-মাকে, বন্ধুকে। এগুলো সাধারণ সর্বনাম । আপনি করে বলতে হয় শিক্ষককে, বয়সে বড়ো আত্মীয়-স্বজনকে, অপরিচিত লোককে। এগুলো মানী সর্বনাম । কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে তুই বলা হয়। এগুলো ঘনিষ্ঠ সর্বনাম ।

 

সর্বনর্বামের রূপ

সাধারণ সর্বনাম মানী সর্বনামঘনিষ্ঠ সর্বনাম 
তুমি, তোমার, তোমাকে তোমরা, তোমাদেরআপনি, আপনার, আপনাকে আপনারা, আপনাদেরতুই, তোরা, তোকে তোরা, তোদের
সে, তার, তাকে তারা, তাদেরতিনি, তাঁর, তাঁকে তাঁরা, তাঁদেরও, ওর, ওকে ওরা, ওদের

বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায়, সেগুলোকে ক্রিয়া বলে। যেমন--শোনা, বলা, পড়া, লেখা, খেলা, গাওয়া এগুলো ক্রিয়া শব্দ। মর্যা দা অনুযায়ী সর্বনর্বামের যেমন পরিবর্তন হয়, র্ত ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। র্ত নিচে সর্বনর্বাম অনুযায়ী ‘করা’ ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো।

 

ক্রিয়ার রূপ

সাধারণ সর্বনামমানী সর্বনামঘনিষ্ঠ সর্বনাম 
তুমি করো, তুমি করছ, তুমি করেছ, তুমি করতে, তুমি করেছিলে, তুমি করবে, তুমি কোরো।আপনি করুন, আপনি করছেন, আপনি করেছেন, আপনি করতেন, আপনি করেছিলেন, আপনি করবেন।তুই করিস, তুই করছিস, তুই করেছিস, তুই করতিস, তুই করেছিলি, তুই করবি।
সে করে, সে করছে, সে করেছে, সে করত, সে করেছিল, সে করবে।তিনি করেন, তিনি করছেন, তিনি করেছেন, তিনি করতেন, তিনি করেছিলেন, তিনি করবেন।ও করে, ও করছে, ও করেছে, ও করত, ও করেছিল, ও করবে।

 

সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি

নিচের ছকের সর্বনাম অনুযায়ী যেকোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো।

সর্বনামক্রিয়াবাক্য
১. তুমি/তোমরা  
২. আপনি/আপনারা  
৩. তুই/তোরা  
৪. সে/তারা  
৫. তিনি/তাঁরা  
৬. ও/ওরা  

 

Content added By
Content updated By
Promotion