মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যাক্তিবর্গ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
3
Please, contribute by adding content to মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যাক্তিবর্গ.
Content

হেনরি কিনিঞ্জার

3
  • আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট নিক্সনের নিরাপত্তা উপদেষ্টা।
  • বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর নেতিবাচক ভূমিকা ছিল। 
  • তাঁর প্রচেষ্টায় ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি ভিয়েতনামে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
  • এজন্য তিনি ১৯৭৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 
  • তার গ্রন্থের নাম The White House Years
Content added By

স্টিফেন উইলিয়াম হকিন্স

3
Please, contribute by adding content to স্টিফেন উইলিয়াম হকিন্স.
Content

স্যামুয়েল পি হান্টিংটন

3
Please, contribute by adding content to স্যামুয়েল পি হান্টিংটন.
Content

টমাস আলভা এডিসন

9
  • আমেরিকান বিজ্ঞানী।
  •  তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন।
     
Content added By

ডোনাল্ড ট্রাম্প

5
Please, contribute by adding content to ডোনাল্ড ট্রাম্প.
Content

মার্টিন লুথার কিং ‍জুনিয়র

2
  •  তিনি আমেরিকার নিগ্রোদের অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা।
  • ১৯৬৩ সালে ওয়াশিংটনে লং মার্চের দেন এবং I Have a Dream শীর্ষক বিখ্যাত ভাষণ প্রদান করেন।
  • ১৯৬৮ সালের ৪ এপ্রিল গুপ্তঘাতক কর্তৃক নিহত হন। 
  • ২৯ আগস্ট, ২০১৩ সালে তাঁর বিখ্যাত ভাষণের পঞ্চাশ বছর পূর্ণ হয় ।
Content added By

মোহাম্মদ আলী

3
  • আমেরিকান মুষ্টিযোদ্ধা।
  •  ১৯৬০ সালের অলিম্পিকে লাইট হেভিওয়েট মুষ্টিযুদ্ধে চ্যাম্পিয়ন হন। 
  •  ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ সফর করেন।
  •  বাংলাদেশ সরকার তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন,
  •  মোহাম্মদ আলীর পূর্বনাম ছিল-'ক্যাসিয়াস ক্লে'। 
Content added By

পার্ল এস বাক

2

 সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়িনী আমেরিকান প্রথম মহিলা (১৯৮৩)।

Content added || updated By

কমলা হ্যারিস

4
  • যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
  • বাবা জ্যামাইকান ও মা ভারতের তামিলনাড়ু থেকে আসা অভিবাসী।
  •  অভিবাসীর সন্তান থেকে যুক্তরাষ্ট্রের ১ম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

 

Content added By
Promotion