এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা মেজারিং ইনট্রুমেন্টের নাম ও এদের ব্যবহার এবং মেজারিং ইনট্রুমেন্ট ক্যালিব্রেট সম্পর্কে জানব।
কোন বস্তুর আকার আকৃতি অথবা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস ও ভজন, চাপ, পরিমান ইত্যাদি নির্ণয় করতে যে সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে মেজারিং ইনট্রুমেন্ট বলে। নিচে কিছু মেজারিং ইনট্রুমেন্টের নাম ও তাদের ব্যবহার দেয়া হল-
গেজ (Gange)
এটি এক প্রকার টেমপ্লেট বা মাপদত্ত নিরামক। এর সাহায্যে একটি জানা মাপের সাহায্যে অজানা মাপের পার্থক্য বোঝা যায়। যার মাধ্যমে বন্ধ কাজের উপযোগী কিনা বা এটি নির্দিষ্ট মান বিশিষ্ট কিনা তা পরীক্ষা করতে ব্যবহৃত হয়।
ওয়্যার গেজ (Wire Gauge) তারের ডায়ামিটার এবং মেটালিক শীটের পুরুত্ব নির্ণয় করা যায় । | |
টেস্ট ল্যাম্প (Test Lamp ) এটি একটি বৈদ্যুতিক টেস্ট বোর্ড। শর্ট সার্কিট, ওপেন সার্কিট, আর্থ সার্কিট এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস টেস্টের মাধ্যমে ভাল-মন্দ শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। | |
হাই প্রেশার গেজ (High Pressure Gauge ) এই ধরনের গেজ দিয়ে শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপের উর্দ্ধের চাপ পরিমাপ করা যায়। বিশেষ করে রেষ্ট্রিজারেশন সিস্টেমের শিক পরিক্ষার জন্য ব্যবহার করা হয়। এর দুইটি পোর্ট থাকে এবং একটি হ্যান্ড শার্ট অফ ভাল থাকে। | |
কম্পাউন্ড গেজ (Compound Gauge) যে গেজ দিয়ে বায়ুমণ্ডলীয় চাপের উর্দ্ধের (Above Atmospheric) এবং বায়ুমণ্ডলীয় চাপের নিম্নের (Below Atmospheric) চাপ মাপা যায় তাঁকে কম্পাউন্ড গেজ (Compound Grange) বলে। অর্থাৎ কম্পাউন্ড গেজ দিয়ে ঊর্ধ্ব চাপ ও চাপ শুণ্যতা উভয়ই পরিমাপ করা যায়। রেফ্রিজারেশন সিস্টেমে গ্যাস চার্জ ও ভ্যাকুয়াম করার কাজে ব্যবহৃত হয়। | |
ডাবল গেজ মেনিফোল্ড (Double Gauge Manifold) ডাবল গেজ মেনিকোল্ড এর সাহায্যে লিক টেস্ট, ভ্যাকুয়াম এবং গ্যাস চার্জ করা হয়। এই মেনিফোল্ডের মধ্যে কম্পাউন্ড গেজ এবং হাই প্রেশার পেজ যুক্ত করা থাকে। মেনিফোল্ডের মধ্যে দুইটি তাৰ ও তিনটি পোর্ট থাকে। | |
বিলোজ টাইপ থার্মোমিটার (Below Type Thermometer) বিলোজ টাইপ থার্মোমিটারের সাহায্যে রেক্সিজারেটরের অভ্যন্তরের তাপমাত্রা এবং এসি কক্ষের তাপমাত্রা পরিমাপ করা হয়। |
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজে ব্যবহৃত পেজগুলোর মধ্যে হাই প্রেশার গেজ, কম্পাউন্ড পেজ, ডাবল পেজ মেনিফোল্ড বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই গেজের কাটা স্বাভাবিক অবস্থায় শূন্য (০) পজিশনে থাকে । কিন্তু ত্রুটির কারণে মাঝেমধ্যে কাটাটি উপরে বা নিচে নেমে যেতে পারে। এমন অবস্থায় আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে এই ত্রুটি থেকে মুক্তি পেতে পারি। সবচেয়ে প্রথম গেজের উপরে থাকা প্লাস্টিক কাভারটি খুলতে হবে। তারপর একটি ক্রু-ড্রাইভারের সাহায্যে এ্যাডজাস্টিং স্ক্রুটিকে ঘুরিয়ে কাঁটা শূন্য (০) পজিশনে অনতে হবে।
Read more