মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - গণিত - পরিমাপ | | NCTB BOOK
1

১ ইঞ্চি         =        ২.৫৪ সে. মি. (প্রায়)

১ গজ         =         ০.৯১৪৪ মি.(প্রায়)

১ মাইল       =         ১.৬১ কি. মি. (প্রায়)

১ মিটার         =        ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)

১ কি. মি.        =        ০.৬২ মাইল (প্রায়)

 

মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। তাই এ সম্পর্ক আসন্নমান হিসেবে কয়েক দশমিক স্থান পর্যন্ত মান নিয়ে প্রকাশ করা হয়।

ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল ব্যবহৃত হয়। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য ফিতা ব্যবহার করা হয় । ফিতা ৩০ মিটার বা ১০০ ফুট লম্বা হয়ে থাকে।

কাজ :
   ১। স্কেল দিয়ে তোমার বেঞ্চটির দৈর্ঘ্য ইঞ্চি ও সেন্টিমিটারে মাপ। এ হতে ১ মিটার সমান কত ইঞ্চি তা নির্ণয় কর।
   ২ । উপরের সম্পর্ক হতে ১ মাইল সমান কত কিলোমিটার তা-ও নির্ণয় কর।

 

উদাহরণ ১। একজন দৌড়বিদ ৪০০ মিটারবিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

সমাধান : ১ চক্কর দৌড়ালে ৪০০ মিটার হয়।

২৪ চক্কর দৌড়ালে দূরত্ব হবে (৪০০ x ২৪) মিটার বা ৯৬০০ মিটার বা ৯ কিলোমিটার ৬০০ মিটার। অতএব, দৌড়বিদ ৯ কিলোমিটার ৬০০ মিটার দৌড়াল।

Content added By
Promotion