মৌলের প্রতীক

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - রসায়ন - পদার্থের গঠন | | NCTB BOOK
168
168

কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।

 

টেবিল 3.01: মৌলের নামকরণ
মৌল ইংরেজি নাম প্রতীক
হাইড্রোজেন Hydrogen H
অক্সিজেন Oxygen O
নাইট্রোজেন Nitrogen N

 

টেবিল 3.02: মৌলের নামকরণ (প্রথম অক্ষর এক)।

মৌল ইংরেজি নাম প্রতীক
কার্বন Carbon C
ক্লোরিন Chlorine cl
ক্যালসিয়াম Calcium Ca

 

মৌল  ইংরেজি নাম প্রতীক
কোবাল্ট Cobalt Co
ক্যাডমিয়াম Cadmium Cd
ক্রোমিয়াম Chromium Cr

 

 

টেবিল 3.03: মৌলের নামকরণ (ল্যাটিন নাম) 
মৌল ল্যাটিন নাম প্রতীক
কপার Cuprum Cu
লেড Plumbum Pb
সোডিয়াম Natrium  Na
টাংস্টেন Wolfram W
মারকারি      Hydrurgyrum Hg       
আয়রন Ferrum Fe
পটাশিয়াম Kalium K
সিলভার Argentum Ag
টিন Stannum Sn
এন্টিমনি Stibium Sb
গোল্ড Aurum Au

 

(a) মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।

(b) যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর (ইংরেজি বর্ণমালার বড় হাতের) দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়।

(c) কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে।

 

Content added By
Promotion