রাশিয়ার বিখ্যাত ব্যক্তবর্গ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
1
Please, contribute by adding content to রাশিয়ার বিখ্যাত ব্যক্তবর্গ.
Content

ভ্লাদিমির লেনিন

0
  • রুশি বিপ্লবের নেতা।
  • বিখ্যাত উক্তি “ একটি মিথ্যা বারবার বলা হলে তা সত্যে পরিণত হয়"।
  • লেনিন এর মৃতদেহ সংরক্ষিত আছে- মস্কোর রেড স্কোয়ারে ।
  • তিনি মৃত্যুবরণ করেন- ১৯২৪ সালে।
Content added By

পিটার দ্যা গ্রেট

0
  • আধুনিক রাশিয়া জনক পিটার দ্যা গ্রেট।
  • তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন- পিটার।
  • নৌ বাণিজ্যের সুবিধার্থে ১৭০৩ সালে প্রতিষ্ঠিত করেন সেন্ট পিটার্সবার্গ শহর যা পরবর্তিতে রাজধানী হয়।
Content added By

সম্রাট দ্বিতীয় নিকোলাস

3
  • সর্বশেষ জার সম্রাট।
  • তিনি রুশ বিপ্লবকালীন রাজা ছিলেন।
  • ১৯১৭ তার পতন ঘটে।
Content added By

ইউরি গ্যাগারিন

2
  • ভস্তক -১ নামক কৃত্রিম নাভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন
  • ইউরি গ্যাগরিন মহাশুন্যে যান ১৯৬১ সালে।
  • তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন ১৯৬৮ সালে।
Content added By

মিখাইল গর্বাচেভ

6
  • USSR এর সর্বশেষ প্রেসিডেন্ট।
  • ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় তার সময়ে।
  • তিনি গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা ।
  • মারা যান ৩০ আগস্ট, ২০২২ সালে।
Content added By

ম্যাক্সিম গোর্কি

0
  • ম্যাক্সিম গোর্কি লেনিনের মতবাদ দ্বারা প্রভাবিত ছিলেন। :

সাহিত্যকর্ম

  • মা (উপন্যাস)
  • আমার ছেলেবেলা
  • পৃথিবীর পাঠশালা ও ‘ঝড়ো পাখির গান'
Content added By

লিও তলস্টয়

1
  • খ্যাতিমান সোভিয়েত লেখক।

তার বিখ্যাত উপন্যাস :

  • ওয়ার এন্ড পিস (War and peace)
  • আন্না কারোনিয়া (Anna Karenina)
  • পুনরুত্থান
Content added By

ভ্লাদিমির পুতিন

0
  • পুতিন ১৯৫২ সালে লেলিনগ্রাদে জন্মগ্রহণ করে।
  • তিনি ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি।
  • তিনি রাশিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (KGB) তে কর্মরত ছিলেন।
  • ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেন এবং ২০২২ সালে লুহানস্ক ও দোনেৎস্কে স্বাধীনতা ঘোষনা করে।
Content added By
Promotion